শীত নিয়ে কী জানাল হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোম ও মঙ্গলবার আরও শীত পড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। কলকাতার পাশাপাশি পাল্লা দিয়ে কমবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তাপমাত্রাও। তাপমাত্রা কমার সম্ভাবনা উত্তরবঙ্গেও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রোদ ঝলমলে আকাশ থাকবে। সেই কারণে উত্তুরে হাওয়া ঢোকার পথে থাকবে না কোনও বাধা। ফলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার প্রবল সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদার মতো উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
সোমবার কলকাতা আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দিনভর কলকাতার তাপমাত্রা ২৫ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। এই খবরে স্বাভাবিকভাবেই কলকাতাবাসীর মুখে হাসি ফুটেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
শীত পড়ছে জানতে পেরে কলকাতার বাসিন্দা শৌভিক হালদার বলেন, ‘পুজোর পর থেকেই শীতের জন্য আমরা সবাই অপেক্ষা করে বসে থাকি। শীতের আমেজের মধ্যে আলাদা ভাল লাগা রয়েছে। কিন্তু কয়েকদিন ধরে তাপমাত্রা না কমার কারণে মন খারাপ ছিল। অবশেষে আবহাওয়া দফতরের খবর শুনে আনন্দ হচ্ছে। এই সময়ে একটু শীত না পড়লে হয় নাকি!’
শীতে উত্তরকে টেক্কা দক্ষিণের জেলার?
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি শীত পড়াটাই দস্তুর। কিন্তু রবিবার যেন হল উলটপুরাণ। পাহাড়ের জেলাকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের জেলা। রবিবার কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সেখানে পশ্চিমাঞ্চলের পুরুলিয়ার তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস।