বিভিন্ন মহল থেকে নানা অভিযোগ, শিক্ষকদের বিশদ তথ্য চাইছে মধ্যশিক্ষা পর্ষদ – board of secondary education has asked the schools which teachers are needed for various tasks training during examination


স্নেহাশিস নিয়োগী এর বিষয়ে

স্নেহাশিস নিয়োগী স্পেশাল করেসপন্ডেন্ট

আমি স্নেহাশিস নিয়োগী। সংবাদপত্রে কাজ শুরু ২০০১-এ। প্রথম ছ’বছর কাজ ডেস্কে। তার পর থেকে ধারাবাহিক রিপোর্টিংয়ে। দু’টি দৈনিক মিলিয়ে ১১ বছরের অভিজ্ঞতা অর্জনের পর ২০১২-য় এই সময় সংবাদপত্রের জন্মলগ্ন থেকেই যুক্ত। শিক্ষা সংক্রান্ত রিপোর্টিংই কাজের প্রধান ক্ষেত্র। প্রাথমিক থেকে কলেজ-বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষা-প্রশাসন, পলিসি সংক্রান্ত বিষয়ে নিয়মিত লেখালিখি। সিলেবাসের ভাঙাগড়া থেকে কোভিডকালে শিক্ষায় সঙ্কট, ড্রপ-আউট, অনলাইনে শিক্ষাদানের ব্যবস্থায় ঘনিয়ে ওঠা ডিজিটাল ডিভাইস নিয়ে অনুসন্ধান, চর্চাও অবিরাম। আদতে সিঙ্গুরের বাসিন্দা। আগ্রহ কৃষি-অর্থনীতিতেও। উৎসাহ শেয়ার বাজারের ওঠাপড়া, রাজনীতির বিষয়েও। খাদ্যরসিক। ছুটি পেলেই সপরিবার ভ্রমণে প্রাণের আরাম, মনের প্রশান্তি।Read More



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *