Ashwini Choubey : ‘কেন্দ্রের বরাদ্দ রেশন বাংলার মানুষ পায় না’, তারাপীঠে এসে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী – central minister ashwini choubey attacks mamata banerjee visited at tarapith temple


কেন্দ্রের পাঠানো রেশন বাংলার মানুষের কাছে পৌঁছয় না। যে পরিমাণ রেশন পাঠানো হয়, সেই বরাদ্দ সামগ্রী বাংলার মানুষ পায় না। রেশন দুর্নীতির মাঝেই বাংলায় এসে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রীর অশ্বিনী চৌবে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁরা দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি ঠেকাতে ব্যর্থ হয়েছেন।

কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেন, ‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের ৮১ কোটি মানুষের জন্য তিন বছর ধরে বিনামূল্যে রেশনের দিয়ে আসছেন। প্রত্যেককে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গে ৩ – ৪ কেজির বেশি কেউ পাননি।’ অভিযোগ তাঁর। বুধবার তারাপীঠে পুজো দিতে এসে এবার রেশন দুর্নীতি নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী।

রাজ্য সরকারকে কটাক্ষ

তাঁর দাবি, বাংলায় রেশন বড় ধরনের দুর্নীতি হয়েছে। কেন্দ্রের পাঠানো সম্পূর্ন রেশন সামগ্রী পশ্চিমবঙ্গের মানুষদের কাছে পৌঁছয়নি। বাংলা দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতি আটকাতে অসফল। ওর ভাইপোর উপরের বড় বড় অভিযোগ রয়েছে। ও সেই অভিযোগ থেকে বের হতে পারবে না। বাংলার জনতা তাঁদের তুলে ফেলে দেবে। তিনি বলেন, ‘ ব্যক্তি স্বার্থে সোনার বাংলাকে পুড়িয়ে দিয়েছে। বাংলায় গুণ্ডারাজ চলছে। বিজেপি সেই গুন্ডারাজ নির্মূল করবে। এবং বাংলায় বিজেপি সরকার গঠন করবে।’

ইন্ডিয়া জোট নিয়ে মন্তব্য

আগামী ১৮ ডিসেম্বর থেকে লোকসভা নির্বাচনের আগে বৈঠকে বসতে চলেছে। মন্ত্রী জানান, কংগ্রেসের কালচারের দুর্নীতির ইন্ডী জোট হয়েছে। ঝাড়খন্ডের কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদের বাড়ি থেকে চারশো কোটিরও বেশি কালো টাকা উদ্ধার হয়েছে। এই জোট আগামী নির্বাচনে মুখ থুবড়ে পড়বে বলে জানান কেন্দ্রীয় সরকারের উপভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন এবং পরিবেশ দফতরের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে।

Ration Distribution : ‘দুয়ারে রেশন’-এ হানা বিধায়কের! হাতেনাতে ধরলেন বেআইনি কাজ, তারপর…
তারাপীঠ পুজো

বুধবার তারাপীঠে মা তারাকে পুজো দিলেন কেন্দ্রীয় সরকারের উপভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন এবং পরিবেশ দফতরের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। বেলা ১২ টা নাগাদ তিনি তারাপীঠ মন্দিরে আসেন। এরপর তিনি মা তারার পুজো দেন। সঙ্গে ছিলেন বীরভূমের দুবরাজপুরের বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহা। সেখানেই তৃণমূল কংগ্রেস সরকারকে একহাত নেন তিনি। আগামী দিনে এই রাজ্যেও বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে বলে জোরালো দাবি করে যান কেন্দ্রীয় মন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *