Bardhaman Station Accident : ‘বিকট আওয়াজ তারপর…’, ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন বর্ধমান স্টেশনের যাত্রীরা – bardhaman station railway passengers shares horrible experience of the accident


১৫ মিনিটের জন্য ওখান থেকে সরে জল আনতে গিয়েছিলাম। তার মধ্যেই একটা বীভৎস শব্দ হল। উপরের দিকে তাকিয়ে দেখি জলের ট্যাঙ্কটা ফেটে নিচে হুড়মুড়িয়ে পড়ছে – ভয়ানক অভিজ্ঞতার কথা শোনালেন বর্ধমান স্টেশনে অপেক্ষারত এক যাত্রী। বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

কী জানালেন যাত্রীরা?

এক যাত্রী বলেন, ‘জলের ট্যাঙ্ক ভেঙে উপর থেকে নিচে এসে পড়ল। এত পরিমাণ জল যেন তুফানের মতো নিচে এসে নামল। আশেপাশের সকলের সমস্ত কিছু ভিজে গিয়েছে। ভেতরে অনেকে আটকে ছিল। জানি না, কতজন মারা গিয়েছে।’ এক আহত যাত্রীর কথায়, ‘ আমি পাশেই দাঁড়িয়ে ছিলাম। শেডের একটা কোণা আমার গায়ের উপর এসে পড়ল। আচমকাই এরকম ঘটনায় ভয় পেয়ে যাই। শেডের তলায় অনেকেই আহত হয়েছেন।’

বর্ধমান স্টেশনের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ২৭ জন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত যাত্রীদের মধ্যে থেকেই তিনজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। তবে ঠিক এই ভাবেই ২০২০ সালে বর্ধমান স্টেশনে মুলগেট ভেঙে পড়ে সেখানেও আহত হয় দুইজন।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব কী বলছে?

তবে এই ঘটনা একটি বড় আকার নিয়েছে বলে দাবি করছেন বর্ধমান দক্ষিণের তৃণমূলের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, ‘তাপ্পি দিয়ে আর কতদিন চলবে? পুরোপুরি রেলের গাফিলতি। ভাঙা জিনিসের উপরেই তারা সুন্দর করে রং করে দেয়।’ অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দা জানান, এই জল ট্যাঙ্ক দীর্ঘদিন ধরে বর্ধমান স্টেশনের মানুষজনকে জল সরবরাহ দিচ্ছিল। তবে এই ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি দেখা হচ্ছে কী করে এরকম হল।

Bardhaman Railway Station : বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা! মৃত ৩, আহত ১০
রেল কী জানাচ্ছে?

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র, দুর্ঘটনার জেরে রেল চলাচল কিছুটা ব্যাহত হয়েছে। তবে রেলের তরফে কেন ট্যাঙ্কটি ভেঙে পড়ল, কী সমস্যা ছিল, সে ব্যাপারে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। তবে বর্ধমান স্টেশনের যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে আশঙ্কা। রেলের বিভিন্ন পরিকাঠামো নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের ব্যাপারে আর্জি জানিয়েছেন অনেকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *