Howrah News : বন্যার হাত থেকে মিলবে মুক্তি? সেতু সংস্কার সহ বাঁধ নির্মাণ, একাধিক কর্মযজ্ঞের সূচনা হাওড়ায় – howrah district administration taking several steps to control flood


হাওড়া জেলার বিস্তীর্ণ অংশ বন্যার কবলে পড়ে। বাসিন্দাদের ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় নদী পারাপারের সেতু। উদয়নারায়ণপুরের একাধিক সেতুর ক্ষতির কারণে সমস্যায় পড়েন বিস্তীর্ণ এলাকার মানুষ। সেই কারণে, উদয়নারায়ণপুর এবং আমতা ব্লকের ৩০টি সেতু নতুন করে নির্মাণের উদ্যোগ জেলা প্রশাসনের।

কী জানা যাচ্ছে?

২০১৫ সালের বন্যায় ভেঙে পড়েছিল হাওড়া জেলার মজা দামোদরের উপরে থাকা উদয়নারায়নপুর ব্লক এবং আমতা ২ নং ব্লকের ৩০ টি ঢালাই সেতু। সমস্যায় পড়ছিল দুটি ব্লকের কয়েক হাজার বাসিন্দা। সেইসময় জেলার ২টি ব্লকের বন্যা পরিস্থিতি দেখতে এসে ভাঙা সেতুগুলির জায়গায় দ্রুত কাঠের সেতু নির্মানের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপর সেচ দফতরের উদ্যোগে কাঠের সেতুও নির্মান করা হয়েছিল। আর এবার এইসব কাঠের সেতুর পরিবর্তে সেইসব জায়গায় নতুন করে ঢালাই সেতু ও অত্যাধুনিক স্টিলের সেতু নির্মাণের উদ্যোগ নিল সেচ দফতর।

সেতু নির্মাণের কাজের সূচনা

বুধবার বিকেলে উদয়নারায়ণপুরের ডিহিভুরশুটের ঘোলা থেকে এই কাজের সূচনা করেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য সুলেখা পাঁজা সহ অন্যান্যরা।

কী জানালেন স্থানীয় বিধায়ক?

এদিন বিধায়ক সমীর পাঁজা জানান, রাজ্যের ৫টি জেলার বন্যা নিয়ন্ত্রনে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যায়ে বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন প্রকল্পে কাজ চলছে। এই প্রকল্পে প্রধান সেচ খাল সহ একাধিক সহকারী খাল সংস্কার, নদী বাঁধ নির্মান করা হবে। প্রথম পর্যায়ের কাজ প্রায় সম্পূর্ন। এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। বিধায়ক সমীর পাঁজা আরও জানান, দ্বিতীয় পর্যায়ের এই কাজে উদয়নারায়নপু থেকে আমতা ২ নং ব্লক পর্যন্ত ৩৪ কিলোমিটার মজা দামোদর সংস্কার করা হবে।

Ferry Service Howrah : যাতায়াতে জলপথ ভরসা? রইল হাওড়া জেলার ফেরি সার্ভিসের খুঁটিনাটি
কী কাজ হবে?

উদয়নারায়নপুরের ২৫ কিলোমিটার এবং আমতা ২ নং ব্লকের ৯ কিলোমিটার মজা দামোদর সংস্কার করা হবে। পাশাপাশি নদীর পাড় বোল্ডার পিচিং হবে। এর সঙ্গে উদয়নারায়নপুরের ২২টি এবং আমতা ২নং ব্লকের ৮ টি সেতু নতুন করে নির্মান করা হবে। উদয়নারায়ণপুর ব্লকের ২৫ কিলোমিটার মজা দামোদর সংস্কার ও নদী পাড় বাঁধাই এবং ২২টি সেতু নির্মান করতে ব্যায় হবে ৪৪ কোটি টাকা। হাওড়া জেলায় বন্যার হাত থেকে কিছুটা রক্ষা পাবে সাধারণ মানুষ, সেই দিকেই তাকিয়ে গোটা জেলার বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *