Income Tax Raid : বেহিসেবি বিপুল সম্পত্তি থেকে কালো টাকা শপিং মলে বিনিয়োগ! রাজ্যে আয়কর হানায় চাঞ্চল্যকর তথ্য – income tax department raid going on in several places of paschim bardhaman district


দেশজুড়ে চলছে আয়কর অভিযান। রাজ্যেও সক্রিয় আয়কর দফতর। পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় চলছে আয়কর অভিযান। প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি-সহ পশ্চিম বর্ধমানের ৯ জায়গায় আয়কর হানা চলছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় জেলার পাশাপাশি রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

রাজ্যে সক্রিয় আয়কর

বুধবার সকাল থেকে আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জের ৬-৭ জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলিসহ তৃণমূল সমর্থক ও ব্যবসায়ী ইমতিয়াজ আলির বাড়িতে হানা দেন আধিকারিকরা। দুই ব্যবসায়ী মহেন্দ্র শর্মা এবং সুজিত সিংয়ের বাড়িতে অভিযান চালায় আয়কর দফতর।

আয়কর দফতর সূত্রে খবর, মঙ্গলবার দুর্গাপুরে পৌঁছে গিয়েছিল আধিকারিকদের ৭০-৮০ জনের একটি দল। বুধবার দিনের আলো ফুটতেই একাধিক দলে ভাগ হয়ে কাজে নেমে পড়েন আধিকারিকরা। ভোর ৫টা ২০ মিনিটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে প্রাক্তন বিধায়কের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এরপরেই ধরমপুরের বাসিন্দা তৃণমূল নেতা সহ ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের অফিসেও হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। আসানসোলের আরেক বড় ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়ি ও অফিস চলছে তল্লাশি। অন্যদিকে তৃণমূল নেতা ইমতিয়াজ আহমেদের ঘনিষ্ঠ সহযোগী সুজিত সিংয়ের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

Sohrab Ali News : রাজ্যে আয়কর হানা, প্রাক্তন বিধায়কের বাড়িতে চলছে তল্লাশি! পাহারায় কেন্দ্রীয় বাহিনী
কী কারণে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে হানা?

রানিগঞ্জের তৃণমূল বিধায়ক জেলার অন্যতম প্রভাবশালী নেতা বলে জানা গিয়েছে। তিনি লোহার কারবারের সঙ্গে যুক্ত। সম্প্রতি তিনি প্রোমোটিং শুরু করেছেন। তাঁর স্ত্রী নার্গিস বানো আসানসোল পুরসভার ৮২ নম্বরও ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। একইসঙ্গে তাঁর নামে হিসেব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগও উঠেছে। সেই সূত্রেই এদিনের অভিযান বলে জানা গিয়েছে।

লোহা ব্যবসায়ী সৈয়দ মহম্মদ ইমতিয়াজ আহমেদের অফিস ও তাঁর একাধিক ঘনিষ্ঠের বাড়িতেও চলছে অভিযান। কালো টাকা সাদা করতে শপিং মলে বিনিয়োগ করার তথ্য রয়েছে, আয়কর দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। তল্লাশি অভিযান কখন শেষ হয়, সেটাই এখন দেখার।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা সলমান ইকবাল বলেন, ‘সকাল থেকেই এখানে আয়কর দফতরের তৎপরতা চলছে। অনেকগুলি গাড়ি নিয়ে আধিকারিকরা এখানে এসেছেন। প্রথমে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও বাড়ি ঘিরে ফেলে। কেউ কোনও প্রশ্নের উত্তর দেয়নি। পরে জানি, আয়কর অভিযান।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *