Income Tax Raid : রাজ্যে আয়কর হানা, প্রাক্তন বিধায়কের বাড়িতে চলছে তল্লাশি! পাহারায় কেন্দ্রীয় বাহিনী – income tax department conducts raid to ex trinamool congress mla sohrab ali house searching going on


ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি, অফিস ও গুদামসহ একাধিক জায়গায় চলছে আয়কর তল্লাশি। সেখান থেকে উদ্ধার হওয়া টাকার অঙ্ক ইতিমধ্যেই ৪০০ কোটি পার করেছে। আর এর মধ্যে রাজ্যে হানা দিল আয়কর দফতর। বুধবার সাত সকালে রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে গিয়ে হাজির হন আয়কর দফতরের আধিকারিকরা। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা

বুধবার ভোর পাঁচটা নাগাদ প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাবের আসানসোলের বাড়িতে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আয়কর দফতরের আধিকারিকরা প্রাক্তন বিধায়কের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও চলছে তল্লাশি অভিযান। তবে সোহরাবকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে কি না, তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সোহরাবের লোহার কারবার

প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাবের লোহার কারবার রয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে অবৈধ ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। বার্নপুর ইস্পাত কারখানার সঙ্গেও তাঁর যোগ ছিল বলে জানা গিয়েছে। বাম রাজনীতির সঙ্গেও সোহরাবের যোগ ছিল। ২০১১ সালে রাজ্যে পালাবদলের আগে তিনি তৃণমূলে যোগদান করেন। ২০১১-র নির্বাচনে সোহরাবকে রানিগঞ্জ আসন থেকে টিকিট দেয় তৃণমূল। ভোটে জিতে তিনি বিধায়ক হন।

২০১৬-র নির্বাচনেও তাঁকে ফের সেই আসনে টিকিট দেওয়া হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা চলায় তিনি তখন ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তাঁর বদলে ওই সেবার ভোটে লড়েন সোহরাবের স্ত্রী নার্গিস বানু। কিন্তু বাম প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। এদিন সোহরাবের বাড়ির আয়কর অভিযান কী সম্পর্কিত, তা এখনও জানা যায়নি।

রাজ্য সক্রিয় আয়কর

গোটা দেশের পাশাপাশি রাজ্যেও তৎপরতা বাড়াচ্ছে আয়কর দফতর। সোমবার ঢাকুরিয়ার একটি অভিজাত আবাসনে হানা দেয় আয়কর আধিকারিকদের ১০-১২ জনের একটি দল। এক ব্যবসায়ীর ফ্ল্যাটে দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসবাদও করা হয়। ওই ব্যবসায়ীর সঙ্গে বিদেশি মদ ব্যবসার যোগ রয়েছে বলে আয়কর সূত্রে খবর। দক্ষিণ কলকাতার ওই ব্যবাসায়ী আইএফ-র প্রাক্তন শীর্ষকর্তা বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূ্র্ণ নথি উদ্ধার হয়েছে বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *