Mamata Banerjee Security : ১ ঘণ্টা আগে নবান্নে হাজির, দফতরে ঢুকে অবাক মুখ্যমন্ত্রী! নিরাপত্তা অধিকার্তাকে ‘তৎপরতা’-র নির্দেশ মমতার – security of nabanna and bidhansabha bhavan will be increased after mamata banerjee sudden visit


বুধবারের সংসদে স্মোক ক্যানকাণ্ডের পর কোনও ঝুঁকি নিয়ে চাইছে না রাজ্য প্রশাসন। সংসদের ঘটনার পর বৃহস্পতিবার সময়ের আগে নবান্নে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই নিরাপত্তার ঢিলেঢালা ছবিটা বেআব্রু হয়ে যায়। নবান্নে পৌঁছে নিরাপত্তার হাল দেখে ক্ষুব্ধ হন মমতা। প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।

নির্ধারিত সময়ের আগে নবান্নে মমতা

বুধবার সাড়ে ১১টার সময় বাড়ি থেকে বেরনোর কথা ছিল। কিন্তু হঠাতই ১০টা ৩৫ মিনিটে বাড়ি থেকে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০টা ৫০ নাগাদ নবান্নে পৌঁছে অবাক হয়ে যান মুখ্যমন্ত্রী। তাঁর দফতরে ঢোকার সময় তিনি দেখেন নিরাপত্তার দায়িত্বে কোনও অফিসার নেই। ওসি, এসিসহ নবান্নের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান আধিকারিকরা তখনও গরহাজির। সেই সময় রাজ্যের ডিরেক্টর অব সিকিউরিটিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

নবান্নের নিরাপত্তা বাড়াতে উদ্যোগ

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নবান্নের নিরাপত্তা নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসে প্রশাসন। বৃহস্পতিবারর রাজ্যের সচিবালয়ের নিরাপত্তা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা এবং কলকাতার পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। বৈঠকে নবান্নে প্রবেশের গেটগুলিতে নিরাপত্তা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।

সূত্রের খবর, নবান্নের গেটগুলিতে যাতে দ্রুত আরএফআইডি প্রযুক্তি বসানোর বন্দোবস্ত করা হয়, সেই নিয়ে আলোচনা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে নবান্নে কর্মরত সরকারি কর্মীদের মুখমণ্ডল স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান হয়ে যাবে। যাঁরা নবান্নের কর্মী নয়, তাঁদের চিহ্নিত করতে সুবিধা হবে। এছাড়াও নবান্নের গেটগুলিতে কলকাতা পুলিশকে বিশেষভাবে নজরদারি করতে বলা হয়েছে। নবান্নের পার্কিংয়ের নিরাপত্তার উপরও বাড়িত জোর দিচ্ছে প্রশাসন। পার্কিংয়ে যে গাড়িগুলি ঢুকছে ও বের হচ্ছে, তার উপর বাড়তি নজরদারির জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিধানসভার নিরাপত্তা নিয়েও পদক্ষেপ

সংসদের স্মোক ক্যানকাণ্ডের পর রাজ্য বিধানসভার নিরাপত্তা নিয়ে কোনও ধরনের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। সেই নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে নবান্নের পাশাপাশি বিধানসভার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বিধানসভার নিরাপত্তা বাড়াতেও কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে বিধানসভায় যাঁরা ভিজিটর হিসেবে ঢুকবেন তাঁদের ছবি তুলে রাখা হবে। বিধায়কদের সঙ্গে যাঁরা আসবেন তাঁদের পৃথক গেট দিয়ে ঢুকতে হবে। বিধায়কদেরও পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *