ললিতের বেঙ্গল কানেকশন
সংসদ ভবনে হামলার ঘটনার মূল অভিযুক্ত ললিত ঝা। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। যদিও পুলিশ সূত্রে খবর, হালিশহর জেটিয়া থানার নান্না রোড এলাকার বাসিন্দা নীলাক্ষ আইচের সঙ্গে যোগাযোগ রয়েছে ললিতের। বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ কর্তা কথা বলেছেন নীলাক্ষর সঙ্গে।
বুধবার বিকেলে সংসদ ভবনে ধোঁয়া ছড়ানোর ঘটনা গোটা দেশে তোলপাড় পড়ে যায়। ঘটনার পর হোয়াটস্যপে নীলাক্ষকে ভিডিয়ো পাঠিয়েছিলেন ললিত। ভিডিয়ো পাঠিয়ে তিনি লিখেছিলেন ‘জয় হিন্দ’। এই ঘটনার পরই নীলাক্ষের কথা সামনে আসে।
জানা গিয়েছে, নীলাক্ষ বিধাননগর গভর্নমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাবা নিলয় আইচ পেশায় ব্যবসায়ী। হালিশহরের বাড়ির নীচে তাঁর বাবার হার্ডওয়্যারের দোকান রয়েছে বলে জানা গিয়েছে। নীলাক্ষর দাবি, চলতি বছরই ললিতের সঙ্গে তাঁর আলাপ। কলেজ পড়ুয়া জানিয়েছেন, কলকাতার সেন্ট্রাল এভিনিউতে একটি ইভেন্টে গিয়ে ললিতের সঙ্গে তাঁর পরিচয়।
কী বললেন নীলাক্ষ?
‘সেন্ট্রাল এভিনিউ ভারতসভা হলে একটি ইভেন্টে ললিতের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। গোটা সেমিনার তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন তিনি। সেই সূত্রে যোগাযোগ। আমি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। আলাপ হওয়ার পর আমাদের এনজিওতে যোগ দেওয়ার কথা জানাই। দিল্লি পুলিশের একজন আধিকারিক এখনও অবধি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। কোনও তদন্তকারী সংস্থা যদি এই নিয়ে আমার সঙ্গে এই নিয়ে কোনও কথা বলতে চায় আমার কোনও আপত্তি নেই। আমি তদন্তে সাহায্য করতে রাজি। যা জানি সব বলব। গতকাল গোটা ঘটনার কথা আমি সংবাদমাধ্যম থেকেই জেনেছি। ঘটনার পর আমাকে ভিডিয়ো পাঠান উনি। তারপর আমার সঙ্গে আর কোনও যোগাযোগ করা হয়নি। আমি আবারও বলছি, সব ধরনের সহযোগিতা করতে আমি প্রস্তুত।’
বুধবারের সংসদের ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় এখনও অবধি পাঁচজনকে আটক করেছে দিল্লি পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। ললিতের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। ে