জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংসদ হানার মাস্টারমাইন্ডের কলকাতা কানেকশন। এবার মিলল ললিত ঝার ডেরার হদিশ। বড়বাজারে শিক্ষক পরিচয়ে বাড়ি ভাড়া। চার পাঁচ বছর বাস। বছর দেড়েক আগে তালা ঝুলিয়ে পগাড়পার। ছবি দেখে চিহ্নিত পড়শিদের। শুধুই বড়বাজার নয়। মধ্য কলকাতায় পরপর ডেরা ললিতের। পূজারী বাবার মাধ্যমেই গিরিশ পার্কেও বাড়ি ভাড়া। এই বাড়িতেই প্রাইভেট টিউশন পড়াতেন ললিত ঝা। স্থানীয়দের সঙ্গে মেলামেশা ছিল না, দাবি বাসিন্দাদের।
আরও পড়ুন, Parliament Attack: সংসদে হামলা! বিজেপি সাংসদ প্রতাপ সিনহার বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়?
সংসদ হামলার মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে ললিত ঝার নাম। বিহারের বাসিন্দা ললিত ঝার পরিবার, দাবি স্থানীয়দের। বাবা পূজারী ছিলেন, জানিয়েছেন স্থানীয়রা। জোরাল ললিতের NGO- যোগও সামনে এসেছে। কয়েক মাস আগেও রাজ্যে মাস্টারমাইন্ড। জঙ্গলমহলের স্বেচ্ছাসেবী সংস্থার লিঙ্কেই নীলাক্ষ আইচকে হামলার ভিডিও শেয়ার। এপ্রিলে পরিচয়। যোগাযোগ করেছে দিল্লি পুলিসও। মানলেন হালিশহরের পড়ুয়া।
সোশ্যাল মিডিয়ায় আলাপ। লখনউ, মাইসোর, মহারাষ্ট্র, হরিয়ানায় বসেই দেড় বছর ধরে মাস্টারপ্ল্যান। পরে গুরুগ্রামে এক বাড়িতেই ডেরা। কাল ইন্ডিয়া গেটে জোড়ো। বাইরে থেকেই ভিডিও বানিয়ে চম্পট ললিতের।
আরও পড়ুন, J N Barua Cake Shop: বড়ুয়ার ছানার কেকে দেশভাগের যন্ত্রণা আর সাহেবের সঙ্গে লড়ার জেদের স্বাদ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)