West Bengal Cabinet Reshuffle : রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল নিয়ে জল্পনা, ঠাঁই হতে পারে একাধিক নতুন মুখের – mamata banerjee west bengal chief minister may reshuffle her cabinet before lok sabha election 2024


নতুন বছর পড়লেই লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে। ইতিমধ্যেই বাংলার শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলই দেশের সরকার গঠনের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। লোকসভা নির্বাচনের আগে রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদলের সম্ভাবনা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নবান্নের অলিন্দে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, চলতি সপ্তাহেই রাজ্য মন্ত্রিসভায় হতে পারে ছোটখাটো রদবদল।

রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা?

চলতি মাসেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ ডিসেম্বর রাজধানী রওনা হওয়ার কথা মুখ্যমন্ত্রীর। দিল্লি রওনা হওয়ার আগে রাজ্য মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল করতে পারেন মমতা, নবান্ন সূত্রে এমনটাই খবর। পূর্ণমন্ত্রী থেকে প্রতিমন্ত্রী, একাধিক নতুন মুখকে সামনে এনে মমতা চমক দিতে পারেন বলেই মনে করা হচ্ছে।

১৭ ডিসেম্বর দিল্লি পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। দিল্লি থেকে কলকাতা ফিরতেই বড়দিনের উৎসবের আমেজ শুরু হয়ে যাবে। সেই কারণে মমতার দিল্লি সফরের আগেই মন্ত্রিসভার রদবদলের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সরকারিভাবে এখনও এই নিয়ে কিছুই জানানো হয়নি।

মন্ত্রী পদে একাধিক নতুন মুখ?

রেশন বণ্টনকাণ্ডে জেলে বন্দি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রিসভার বৈঠকে বন দফতরের দায়িত্ব রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদাকে দিয়েছেন মমতা। আসন্ন রদবদলে তাঁকে পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে জল্পনা রয়েছে। শিল্প পুনর্গঠন দফতরও জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে ছিল। শিল্পমন্ত্রী শশী পাঁজাকে অতিরিক্ত হিসেবে সেই দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদে রয়েছেন ইন্দ্রনীল সেন। তাঁকে পর্যটন দফতরের পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে দু-একজন নতুন মুখের। অঙ্কের হিসবে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন। মন্ত্রী সুবত্র সাহা ও সাধন পাণ্ডের প্রয়াণের পর নতুন কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি। সেদিক থেকে মন্ত্রিসভায় নতুন মুখের অন্তর্ভুক্তিও অপ্রত্যাশিত নয়। নতুন মুখ হিসেবে কাদের আনা হতে পারে, সেই নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে।

তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বেশ কয়েকদিন ধরেই চর্চা চলছে। শাসকদলের একাধিক নেতাও এই নিয়ে মুখ খুলেছেন। এর মধ্যেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল হলে তা তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে মন্ত্রিসভার রদবদল থেকে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যেতে পারে যে আদতে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে ঠিক কী অবস্থান নিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *