National Yoga Competition : চায়ের দোকান সামলে যোগাভ্যাস, জাতীয় প্রতিযোগিতায় সোনা জয় সৌমির – hooghly soumi polle wins gold medal in national yoga competition good news


অসমের গোহাটিতে চলতি বছরের ২৩ থেকে ২৬ নভেম্বর ১৬ থেকে ১৮ বছর বয়সীদের নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় যোগা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন শ্রীরামপুরের সৌমি পল্লে। সেখানে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতে সকলকে চমকে দিয়েছেন তিনি। শ্রীরামপুরের নগার বাসিন্দা বিশ্বজিৎ ও মালতি পল্লের একমাত্র মেয়ে সৌমি। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি সেভাবে কোনও আগ্রহ ছিল না তাঁর। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় হঠাৎই তাঁর পায়ে ব্যথা অনুভব হয়।

চিকিৎসকের কাছে নিয়ে গেলেও মেয়ের ব্যথা সারানোর জন্য কোথাও আশার আলো পাননি পল্লে দম্পতি। মেয়ের পায়ের ব্যথা সারিয়ে তোলার জন্য তাঁকে যোগাসনে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করেছিলেন বিশ্বজিৎ। সেই থেকেই সৌমির যোগাসনের প্রতি ভালোবাসা শুরু।

এরপর একের পর এক সাফল্য অর্জন করে এসেছেন সৌমি। প্রথমে ছোট ছোট প্রতিযোগিতায় অংশ নিতেন তিনি। ঝুলিতে আসত কাঙ্খিত জয়ও। তারপর জেলা স্তর ও রাজ্য স্তর হয়ে জাতীয় স্তরে খেলতেন সৌমি। শ্রীরামপুরের রমেশ চন্দ্র গার্লস স্কুলে একাদশ শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি যোগাসনে চালিয়ে যাচ্ছেন। তবে অসুস্থ বাবাকে সাহায্য করাই আপাতত তাঁর কাছে প্রাধান্য।

বছর পাঁচেক আগে হার্ট অ্যাটাক হয় বিশ্বজিৎবাবুর। তারপর থেকে চিকিৎসকরা তাঁকে ভারী কাজ করতে নিষেধ করেন। কিন্তু, সংসার, মেয়ের পড়াশোনা, যোগাসন শেখাতে উপার্জনের একমাত্র পথ তাঁর চায়ের দোকান। তাই বাবাকে সাহায্য করার জন্য প্রতিদিনই দোকানে যান সৌমি।

এরই মধ্যে সময় বার করে চলে যোগাসনের প্র্যাকটিস। এরই মধ্যে চলে যোগাভ্যাসও। এই বিষয়ে সৌমি জানান, পরিস্থিতির চাপে পড়ে তাকে চায়ের দোকানে কাজ করতে হয়। বাবার কাঁধে গোটা সংসারের জোয়াল, তা তিনি ভালোই বোঝেন। সেই জন্যই সাহায্যে হাত লাগান। আর এরই ফাঁকে দিনে দুই থেকে তিন ঘণ্টা চলে যোগাভ্যাস।

সৌমি জানান, তাঁর স্বপ্ন আগামীদিনে আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে পদক জয় করা। তবে তাদের পরিবারের আর্থিক সংকট মাঝে মধ্যে তাঁকে দুঃশ্চিন্তাতে ফেলে। সরকারি সাহায্যের জন্যও আবেদন করেছেন সৌমি।

তাঁর বাবা বিশ্বজিৎ বলেন, ‘ও যখন ক্লাস থ্রিতে পড়ে সেই সময় থেকে পায়ের ব্যথা সারানোর জন্য আমরা যোগা প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করি। তারপর ও নিজের চেষ্টায় এগিয়েছে।’ অন্যদিকে, সৌমির যোগা প্রশিক্ষণ দেবাশিস বলেন, ‘ও সম্প্রতি জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছে। আগামীদিনে আরও সফল হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *