Ration Scam : FCI-র চুরির চাল বাজারে বিক্রি! বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ – birbhum district bjp leader allegedly selling rice of ration shop police started probe


করোনার সময় রেশনের সামগ্রী বণ্টনে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে ইডি। রেশনে দুর্নীতি নিয়ে শাসকদলকে নিশানা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এর মধ্যেই বিজেপি নেতার বিরুদ্ধে চাল চুরির অভিযোগ উঠল।

চাল চুরি বিজেপি নেতার

এবার বিজেপি শাসিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে FCI এর চুরি করা চাল বিক্রির অভিযোগ। এই ঘটনা নিয়ে তোলপাড় বীরভূম জেলা। কড়িধ্যা এফসিআই গোডাউনের চুরি করা চাল বিক্রির অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের বিজেপি নেতার বিরুদ্ধে। কড়িধ্যার তৃণমূল কর্মীদের অভিযোগ, FCI গোডাউনের চাল চুরি করে গাড়ির চালক ও খালাসিরা দেয় কড়িধ্যা পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব বাগদিকে। তাঁর মুদির দোকান রয়েছে। সেই চালই বাইরে বিক্রি করার জন্য বস্তায় করে নিয়ে যাওয়া হচ্ছিল।

চালের বস্তা বোঝাই ভ্যানটিকে হাতেনাতে পাকড়াও করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। সেই চালের বস্তা ভর্তি ভ্যানটিকে আটকে বিক্ষোভ দেখান শাসকদলের নেতাকর্মীরা। খবর যায় স্থানীয় থানার পুলিশের কাছে। পুলিশ এসে চালবোঝাই ভ্যানটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা।

কী দাবি বিজেপি নেতার?

কড়িধ্যা পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব বাগদি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এলাকার মানুষ মুদিখানার সামগ্রী কিনতে এসে বিভিন্ন জিনিস নিয়ে পরিবর্তে চাল ও আটা দিয়ে যান। সেই জমা চালই বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখন তৃণমূল কর্মীরা আটকায় এবং পুলিশকে খবর দেওয়া হয়। এর সঙ্গে এফসিআইয়ের চালচুরির কোনও যোগাযোগ নেই।’

স্থানীয় তৃণমূল কর্মী বলেন, ‘রেশন দোকান থেকে চুরি হওয়া চাল নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা হাতেনাতে চাল বোঝাই ভ্যান ধরেছি। এই ঘটনার সঙ্গে বিজেপি নেতার যোগ রয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে। দোষীর শাস্তির দাবি করছি।’

স্থানীয় বাসিন্দা মালতি বাগদি বলেন, ‘আমরা রেশন থেকে চাল বা আটা নিয়ে আসি। কখনও রেশন দোকান থেকে চাল ও আটা দেওয়া হয়। সেই চাল বা আটা কখনও কখনও নিম্নমানের হয়। সেইগুলি আমরা স্থানীয় মুদির দোকানে গিয়ে দিয়ে আসি। বিনিময়ে সেখান থেকে অন্য জিনিস নিয়ে আসি।’

রেশন দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। ইতিমধ্যে জেলে রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী। এবার বিজপি নেতার দিকে চালু চুরির অভিযোগ নিঃসন্দেহে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *