West Bengal Police: তৃণমূলের ‘বেআইনি’ ধরনা মঞ্চ সরাল পুলিশ, ‘ভালো…’! মন্তব্য বিচারপতির – west bengal police remove tmc rally conducting without permission calcutta high court huge comment in it


অনুমতি ছাড়াই তৃণমূলের ধরনা! আর তা হঠাল পুলিশ। আর রাজ্য পুলিশের এই পদক্ষেপে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার মন্তব্য, ‘…ভালো লাগল।’

একাধিক সময় বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে পুলিশের ভূমিকা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়াতে দেখা যায় বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদের। রাজ্য শাসক দলের ক্ষেত্রে কোথাও গিয়ে যেন অনেকটাই ‘নরম’ হয়ে যায় পুলিশ, এমনই অভিযোগ বিভিন্ন সময় তুলেছেন বিরোধীরা। কিন্তু, এবার অনুমতি না নিয়ে ধরনায় বসার জন্য তৃণমূলের মঞ্চ সরিয়ে দিল পুলিশ।

জানা গিয়েছে, কোনও অনুমতি ছাড়াই বিজেপির সভার সামনে দু’দিন ধরে তৃণমূল ধরনা কর্মসূচি চালায়। পরে শুক্রবার সেই ধরনা মঞ্চ সরিয়ে দেয় পুলিশ। ঘটনাটি হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখানে বিপ্লবী সতীশ সামন্তের জন্মদিন পালনে সভা করছিল বিজেপি। অন্যদিকে, তারই সামনে এই ধরনা কর্মসূচি নিয়েছিল তৃণমূল। কিন্তু, কোনও অনুমতি ছাড়াই সেই ধরনা কর্মসূচি চলার ফলে কড়া পদক্ষেপ নেয় পুলিশ। এই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত।

বহু বছর পরে দেখলাম রাজ্য এই ধরনের ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। দেখে ভালো লাগল।

বিচারপতি রাজাশেখর মান্থা

শুক্রবার মামলাটি ওঠে রাজা শেখর মান্থার এজলাসে। মামলাকারীকে বিচারপতি বলেন, ‘আমরা বরাবর বলছি সব দলের সভা, সমিতি, ধরনার অধিকার রয়েছে। কিন্তু, তা সব রকমের অনুমতি নিয়ে।’ অন্যদিকে, রাজ্যের তরফে আইনজীবী বলেন, ‘তৃণমূল কোনও অনুমতি নেয়নি। আমি ব্যাক্তিগত ভাবে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। সকাল থেকে পদক্ষেপ শুরু হয়েছে। পুলিশ সুপার নিজে নজরদারি করছেন।’

এই মন্তব্য শোনার পরেই বিচারপতি বলেন, ‘অনুমতি না নিয়েই এটা করছে!! যা যা পদক্ষেপ নেওয়ার নিতে হবে। এই ধরনের ক্ষেত্রে পুলিশকে সিদ্ধান্ত নিতেই হবে।একই জায়গায় অন্য দলকে অনুমতি দিলে আইন শৃঙ্খলা সমস্যা হবে। রাজ্য পুলিশকে CISF এর সহযোগিতা নিয়ে দেখতে হবে কোনও বেআইনি কিছু না হয়।’ এদিন রাজ্যের তরফে জানানো হয়, যাবতীয় ব্যবস্থা আইন মোতাবেক করা হচ্ছে।

DA Case : নবান্নের ‘দুয়ারে’ DA আন্দোলনকারীরা! সভার অনুমতি চেয়ে হাইকোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ
এরপরেই হাসি মুখে বিচারপতি বলেন, ‘বহু বছর পরে দেখলাম রাজ্য এই ধরনের ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। দেখে ভালো লাগল।’ অর্থাৎ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপ করেছে তাতে সন্তুষ্ঠ আদালত, ব্যাখ্যা আইনজীবী মহলের একাংশের।

এর আগেও মিছিল এবং সভা সংক্রান্ত একাধিক মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। সম্প্রতি নবান্ন বাসস্ট্যান্ডে সভার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *