অয়ন ঘোষাল: সংসদ হানার মাস্টারমাইন্ড ললিত ঝা-র সাত দিনের পুলিস হেফাজত হয়েছে ইতিমধ্যেই। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পুনর্নির্মাণ করবে দিল্লি পুলিসের স্পেশাল সেল। হয় আজ নয়তো কাল অভিযুক্তদের সংসদ চত্বরে নিয়ে এসে হবে পুনর্নির্মাণ। সঙ্গে কালার স্প্রে নিয়ে কীভাবে তারা সংসদের নিরাপত্তা লঙ্ঘন করতে সমর্থন হল, তা খুঁটিয়ে দেখা হবে। এসবের মধ্যে সংসদ হামলা প্রশ্নে রাজ্যকে একহাত নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
আরও পড়ুন, TMC: নজরে চব্বিশ, ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের…
সংসদ হানার মাস্টারমাইন্ডের কলকাতা কানেকশন জোড়ালো। এবার তা নিয়েই সরকারকে তোর দাগলেন তিনি। দিলীপ ঘোষের বক্তব্য, নাশকতার যোগ পাওয়া যাচ্ছে এই রাজ্যে। তিনি বলেন, ‘পশ্চিমবাংলায় বোম বন্দুক উগ্রপন্থী ক্রিয়াকলাপ এখান থেকে উৎসাহ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে, এমনকী বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন এখান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে উৎপাত করে। বারবার কেন পশ্চিমবাংলার দিকে আঙ্গুল ওঠে?’
তিনি আরও বলেন, ‘গ্যাংস্টার লুকিয়ে থাকে তার ইনফরমেশন থাকে না। এখনকার মানুষ তো ভগবানের ভরসায় বেঁচে আছেন! নিজেরা ঠিক করুন, কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা! নিজের দায়িত্ব পালন করতে পারে না।’
আরও পড়ুন, Calcutta High Court: মুখের কথাতেই এবার নির্দেশ লিপিবদ্ধ করে ফেলতে পারবেন বিচারকরা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)