EM Bypass : ইএম বাইপাসে ৬ ঘণ্টা যান নিয়ন্ত্রণ, একাধিক রুট ডাইভারশন! কী জানাল কলকাতা পুলিশ? – em bypass six hours traffic diversion to install foot over bridge near patuli says kolkata police


কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে ইএম বাইপাস অন্যতম। শনিবার সেই ইএম বাইপাসে দীর্ঘক্ষণ যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বাইপাসের দক্ষিণ অংশে শনিবার ছ’ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ইএম বাইপাসে যান নিয়ন্ত্রণ

শনিবার রাত ১০টা থেকে রবিবার ভোর ৪টে অবধি ইএম বাইপাসের দক্ষিণ অংশে উভয় দিকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। পাটুলির কাছে ঘোষপাড়ায় ৪৫ মিটার লম্বা ফুটওভার ব্রিজ বসানোর জন্যই হবে যান নিয়ন্ত্রণ। এই কাজের দায়িত্বে রয়েছে সিএমডিএ।

সিএমডিএ সূত্রে জানা গিয়েছে, ফুট ওভারব্রিজ বসানোর জন্য ঘোষপাড়ার কাছে ক্রেন ও অন্যান্য মেশিন আনা হবে। সেই কারণে যান চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বদল আনা হবে। যান চলাচলের জন্য একাধিক রুট ডাইভারশনও করা হবে বলে জানানো হয়েছে।

কোন রুটে চলবে যানবাহন?

  • কলকাতা পুলিশের তরফে প্রকাশিত অ্যাডভাইজারিতে রুট ডাইভারশন ও যান চলাচল নিয়ন্ত্রণের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
  • দক্ষিণ থেকে রুবি হসপিটালের দিকে যাওয়া ভারী যানবাহনগুলিকে পাটুলি মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হবে। ভারী যানবাহনগুলি বৈষ্ণঘাটা, পাটুলি কানেক্টর, রাজা এসসি মল্লিক রোড, প্রিন্স আনওয়ার শাহ কানেক্টর হয়ে সুলেখা মোড় দিয়ে পুনরায় বাইপাসে পৌঁছতে পারবে।
  • দক্ষিণ থেকে রুবি মোড়গামী ছোট গাড়িগুলি বৈষ্ণবঘাটা, পাটুলি কানেক্টর হয়ে পাটুলি আই ব্লক রোড পৌঁছবে। সেখান থেকে মোল্লা রোড ধরে তারা পুনরায় বাইপাসের দিকে যেতে পারবে।
  • উত্তর থেকে গড়িয়াগামী ভারী যানবাহনগুলি অভিষিক্তা মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হবে। ভারী যানবাহনগুলি অভিষিক্তা মোড় থেকে প্রিন্স আনোয়ার শাহ কানেক্টর হয়ে রাজা এসসি মল্লিক রোড ও বৈষ্ণবঘাটা-পাটুলি কানেক্টর হয়ে ফের বাইপাসে উঠতে পারবে।
  • উত্তর থেকে গড়িয়াগামী ছোট গাড়ি ও অ্যাম্বুল্যান্স পিয়ারলেস হাসপাতালের সামনের কাটআউট দিয়ে ঘুরে পঞ্চসায়র রোড, ঢালাই ব্রিজ ও গড়িয়া স্টেশন রোড হয়ে ফের বাইপাসে উঠতে পারবে। এছাড়া উত্তর থেকে ইএম বাইপাস ধরে দক্ষিণ দিকে যাওয়া ছোটোগাড়িগুলি অজয়নগর থেকে সন্তোষপুর অ্যাভিনিউ ধরে রাজা এসসি মল্লিক রোড, বৈষ্ণবঘাটা-পাটুলি কানেক্টর হয়ে ফের বাইপাসে পৌঁছতে পারবে।
  • কলকাতা পুলিশের সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে ঘোষপাড়া অঞ্চলে রাস্তা পারপারের সময় একাধিক দুর্ঘটনা ঘটেছে।দুর্ঘটনা প্রতিরোধের জন্য এখানে ফুটওভার ব্রিজ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *