Howrah Mumbai Mail : অল্পের জন্য রক্ষা! হাওড়া ছাড়তেই কাপলিং খুলে বিপত্তি মুম্বই মেলে – howrah mumbai mail train coupling opens at entrance of birshibpur station


এই সময়: বড় রকমের দুর্ঘটনা এড়াল হাওড়া-মুম্বই মেল। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হাওড়া ছেড়ে বেরিয়ে মুম্বই অভিমুখে রওনা দেওয়া মেল ট্রেনের কাপলিং খুলে যায় উলুবেড়িয়া স্টেশন ছেড়ে বীরশিবপুর স্টেশনে ঢোকার সময়ে। এরপর ট্রেনটিকে উলুবেড়িয়া স্টেশনে ফেরত এনে খুলে যাওয়া কাপলিং মেরামতির কাজ শুরু করা হয়।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্যকুমার চৌধুরী এই ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, দ্রুত মেরামতির কাজ শেষ করে ট্রেন ছাড়ার চেষ্টা চলছে। কারশেড থেকে হাওড়া স্টেশনে আনার সময়ে ট্রেনের সব ক’টি কাপলিং ও অন্য যন্ত্রাংশ পরীক্ষা করে দেখাই রেলের নিয়ম।

তার পরেও এমন ঘটনা কী ভাবে ঘটল, সেই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যাত্রীরা। কাপলিং খুলে যাওয়ার ফলে ট্রেনটি বড় রকমের দুর্ঘটনার মুখে পড়তে পারত। নিতান্ত কপালজোরেই রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *