Kajal Sheikh : ‘অনুপমের সঙ্গে মিশেছি…’, বিজেপি নেতার প্রশংসায় কাজল, নয়া সমীকরণের ইঙ্গিত? – kajal sheikh birbhum trinamool congress leader praises rebel bjp leader anupam hazra


বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে একের পর এক মন্তব্য করেছিলেন অনুপম হাজরা। বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের নিশানায় ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে দলীয় মুখপাত্র শমীক ভট্টাচার্য। দলকে অস্বস্তিতে ফেলার পর অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার নিয়েও চলেছে চর্চা। আর এর মধ্যেই অনুপমকে নিয়ে মুখ খুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। জেলার অন্যতম শীর্ষ তৃণমূল নেতার মুখে বিজেপি নেতার প্রশংসা শোনা গিয়েছে। যা নিয়ে ফের নতুন জল্পনা শুরু হয়েছে।

কী বললেন কাজল?

অনুপমের প্রশংসা করার পাশপাশি এদিন বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি বীরভূম জেলা পরিষদের সভাপতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে। ভাল ছেলে। ওঁর সঙ্গে আমি মিশেছি, তাই জানি। যদিও এখন তিনি আমাদের দলে নেই, বিজেপি করেন। কিন্তু যে ভাল তাঁকে তো আর খারাপ বলতে পারব না। শিক্ষিত মানুষ হিসেবে উনি হয়তো বুঝতে পারছেন যে কোথাও নিশ্চয়ই অন্যায় হচ্ছে। গোটা দেশে বিজেপি মানুষের মধ্যে ধর্ম ও জাতের নামে বিভেদ করতে চাইছে। অনুপম হয়তো সেটা মেনে নিতে পারছে না। সেই কারণে সত্যিটা বলছেন।’

অনুপমের ‘সুর বদল’-এর পর থেকেই তাঁর বিজেপি ত্যাগ নিয়ে জল্পনা চলছে। তিনি তৃণমূলে যোগ দিতে পারেন, এই গুঞ্জনও শোনা গিয়েছে। কিন্তু অনুপম নিজে যাবতীয় জল্পনা খারিজ করে বিজেপিতে থাকার বার্তা দিয়েছে। আর শুক্রবার অনুপমের তৃণমূলে যোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কাজল। তিনি বলেন, ‘অনুপম যদি আমাদের দলে আসতে চায়, সেটা রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। তাই সেই নিয়ে কোনও মন্তব্য করব না। তবে আমি বলতে চাই ওঁর শুভ বুদ্ধির উদয় হোক।’

কাজল আরও বলেন, ‘বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য যা করেছেন, যে কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তার প্রতিবাদ করবে। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র ও অধ্যাপক হিসেবে অনুপমও প্রতিবাদ করেছেন। এই জন্য বললাম ও ভাল ছেলে। আমরা আলাদা দল করি, তাই আমাদের মধ্যে কোনও যোগাযোগ নেই। তৃণমূলে আসতে হলে আমার সঙ্গে যোগাযোগ করে কোনও লাভ নেই। রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলতে হবে। তবে তৃণমূলে এলে আমি তাঁকে স্বাগত জানাব।’

কাজলের এই মন্তব্য নিয়ে অনুপমের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই সময় ডিজিটালের তরফে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি ফোন ধরেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *