Malda News : স্কুলে যাওয়ার পথে মালদায় নিখোঁজ ৩ ছাত্রী! ৬ দিনেও মেলেনি খোঁজ, উৎকণ্ঠায় পরিবার – malda english bazar three girl students missing since last six days


স্কুল এবং কলেজ যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল তিনজনে। গত ৬ দিন ধরে নিখোঁজ মালদা জেলার ইংরেজবাজারের তিন ছাত্রী। এর মধ্যে একজন নাবালিকা রয়েছেন বলেও জানা গিয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে ছাত্রীদের পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কী জানা যাচ্ছে?

একই গ্রামের তিন ছাত্রীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। প্রায় ৬ দিন কেটে গেলেও এখনও মেলেনি তাদের খোঁজ। আতঙ্কে রয়েছে পুরো গ্রাম। ঘটনা ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের মিহির দাস কলোনি পাহাড়পুর গ্রামের। ধৃতের নাম সীতেশ পাহাড়ি, তপন পাহাড়ি ও মিতুল পাহাড়ি।

স্থানীয় সূত্রে কী খবর?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন জনের ছাত্রীর মধ্যে একজন কলেজ এবং দুইজন স্কুল ছাত্রী। প্রত্যেকেই স্কুল বা কলেজ যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায়। এদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে। গত সোমবার সারা দিন-রাত খোঁজাখুঁজি করেও তাঁদের খোঁজ না মেলায় পরের দিন মঙ্গলবার ইংরেজবাজার থানায় তিন ছাত্রীর পরিবারের লোকজন লিখিত অভিযোগ করে।

পরিবারের কী অভিযোগ?

তিন ছাত্রীর পরিবারের অভিযোগ, 6 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত তাঁদের কোন খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, পুলিশের কাছে বারবার যাওয়া সত্ত্বেও পুলিশ এই ঘটনা নিয়ে কোনও গুরুত্ব দিচ্ছে না। থানার পর রথবাড়ি ফাঁড়িতেও পরিবারের লোকজন গিয়ে অভিযোগ জানায়। তবুও পুলিশ তাদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করেনি বলে দাবি। এছাড়াও বিভিন্ন প্রতিনিধি সহ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ।
অসহায় অবস্থায় আতঙ্কে অনিদ্রা-অনাহারে দিন কাটাচ্ছে সেই নিখোঁজ তিন ছাত্রীর পরিবারের। পরিবারের দাবি, তাঁদের মেয়েকে কেউ বা কারা অপহরণ করেছে।

মেলেনি দ্বিতীয় কিস্তির টাকা, বাড়ি ভেঙে ত্রিপলে আশ্রয়
গ্রাম পঞ্চায়েত কী বলছে?

এই ঘটনা নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ ঘোষ জানান, নিখোঁজ ছাত্রীর পরিবারের লোক ঘটনা জানিয়েছেন। পুলিশকে আমাদের তরফ থেকেও বলা হয়েছে। পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি। পরিবারের সঙ্গে আবার গিয়ে কথা বলব। থানা যদি কোন ব্যবস্থা না নেই পরিবারের লোকজন নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হব বলেও জানান তিনি। গোটা ঘটনায় এলাকাবাসীও চিন্তিত রয়েছে। এলাকা থেকে তিনটি মেয়ে এভাবে গায়েব হয়ে যাওয়ার ঘটনায় চিন্তিত হয়ে রয়েছেন সকলেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *