Rasikbill Park : পর্যটকদের জন্য সুখবর! রসিকবিল চিড়িয়াখানায় নতুন অতিথি সোহেল, সুলতান ও শাহজাদ – three new leopards were brought at rasikbill mini zoo cooch behar


বাংলার একেবারে উত্তর প্রান্তে রয়েছে এক মিনি জু। কোচবিহার জেলার রসিক বিল মিনি জু নিয়েও পর্যটকদের মধ্যে আকর্ষণ কম নয়। তবে এবার দারুণ উপহার অপেক্ষা করছে এই চিড়িয়াখানার দর্শকদের জন্য। রসিকবিল মিনি জুতে শনিবার এল তিন নতুন অতিথি। সোহেল, সুলতান এবং শাহজাদ।

কী জানা যাচ্ছে?

রসিক বিল মিনি জুতে তিনটি নতুন চিতাবাঘ আনা হল শনিবার। ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কের প্রাপ্তবয়স্ক পুরুষ চিতাবাঘ সোহেলের আগমণ ঘটল রসিকবিল মিনি-জুতে। কয়েক বছর ধরে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে মাদী চিতাবাঘ হর্ষিণীর সঙ্গে তার সংসার ছিল। তাদের রয়েছে সুলতান, শাহজাদর মতো সন্তানও। শনিবার জঙ্গলমহলের ঝাড়গ্রাম থেকে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার রসিকবিল মিনি-জুতে নিয়ে আসা হয় তাদের।

কী আয়োজন তাঁদের জন্য?

চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, রসিকবিল মিনি জু’য়ের মাদী চিতাবাঘ রিমঝিম, গরিমার সঙ্গে এক ডেরাতেই থাকবে ওরা। এদিন তাদের নিজে আসা সময় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বন বিভাগ। নতুন অতিথিদের রসিকবিলে আসায় খুশির হাওয়া চিড়িয়াখানা চত্বরে। পাশাপাশি সাজানো হয়েছে ‘নাইট শেল্টার’। প্রায় এক হেক্টর এলাকা জুড়ে তৈরি তারজালির ঘেরাটোপ দেওয়া চিতাবাঘ উদ্ধার কেন্দ্রের ডেরায় তৈরি হচ্ছে নতুন বিশ্রাম স্থানের পরিকাঠামো।

কর্তৃপক্ষ কী বলছে?

শনিবার ওই তিনটি চিতাবাঘের সঙ্গে ঝাড়গ্রাম চিড়িয়াখানার রেঞ্জ অফিসার অতুলপ্রসাদ দে, এক প্রাণী চিকিৎসক সহ মোট পাঁচ জন কোচবিহারের রসিক বিলে এসে পৌঁছন। কোচবিহার বনবিভাগের এ ডি এফ ও বিজন নাথ বলেন,, ‘আমরা অনেকদিন ধরেই তাদের আনার পরিকল্পনা নিচ্ছিলাম। এদিন এসেছে।’ তিনি জানান, পর্যটনের মরশুমে এদের দেখতে ভিড় হবে। কোচবিহারের রসিকবিল মিনি জু’তে বর্তমানে দুটি মেয়ে চিতাবাঘ রয়েছে।

Jhargram Zoo Leopard : দক্ষিণ থেকে উত্তরবঙ্গে পাড়ি! রাতারাতি ঘর বদল চিড়িয়াখানার ৩ চিতাবাঘের
একটির নাম রিমঝিম, অন্যটির নাম গরিমা। দীর্ঘদিন পুরুষ সঙ্গী না থাকায় প্রাপ্তবয়স্ক ওই চিতাবাঘেরাও প্রজনন মরশুমে কিছুটা মনমরা হয়ে থাকত। সোহেলের মতো পুরুষসঙ্গী সেই আক্ষেপ মেটাবে বলেই মনে করা হচ্ছে। তা ছাড়া সুলতান, শাহজাদদের সঙ্গে খুনসুটি করেও অনেক বেশি ভাল সময় কাটাতে পারবে রসিকবিলের দু’টি মাদী চিতাবাঘের। তবে নতুন তিনটি চিতা বাঘ আসায় দর্শকদের কাছে বাড়তি পাওনা হবে বলেই মনে করা হচ্ছে। ডিসেম্বরের ছুটির দিনগুলোতে ভিড় আরও বাড়বে, দর্শকদের অভ্যর্থনার অপেক্ষায় থাকবে সোহেল, সুলতান এবং শাহজাদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *