কী জানা যাচ্ছে?
ফের হাতির তাণ্ডব। এবার হাতির তাণ্ডবে প্রাণ হারালেন এক ব্যক্তি। শনিবার সকাল থেকেই হাতির হানায় প্রাণভয়ে ছুটতে হয়েছে গ্রামবাসীদের। এমনকি চোখের সামনে দাঁতাল শুড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে এক ব্যক্তিকে। তাতেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। শনিবার সকালে বাগডোগরার নতুন পাড়া , ভূজিয়াপানী, মুলাইজোত সহ একাধিক গ্রামে ঢুকে পড়ে একটি হাতি। এরপর হাতিটি এদিকে ওদিক ছুটোছুটি করতে থাকে। হাতির হানায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্তও হয়ছে।
শুঁড় দিয়ে আছাড়
স্থানীয় সূত্রে খবর, মত্ত অবস্থায় দৌড়ানোর সময় এক ব্যক্তিকে পেছন থেকে শুঁড় দিয়ে পেঁচিয়ে নেয় হাতিটি এরপর ওই ব্যক্তিকে আছাড় দেয় দাঁতালটি। এরপর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম দিলীপ রায় ( ৪৫ )। পেশায় রাজমিস্ত্রি ছিলেন। নতুন পাড়া এলাকায় একটি চলন্ত গাড়িতেও ধাক্কা মারে হাতিটি। কোনও মতে প্রাণে বাঁচেন গাড়ি চালক।
বন দফতর কী বলছে?
বন দফতর সূত্রে খবর, বন দফতরের কর্মীরা হাতিটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয়েছে। প্রসঙ্গত, শিলিগুড়ি মহকুমার বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি এলাকায় ক্রমশ হাতির হানার ঘটনা বাড়ছে। গত কয়েকমাসে খড়িবাড়িতে হাতির হানায় বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটছে। দলছুট হাতিগুলি গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। শনিবার হাতির হানায় ব্যক্তির মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বন দফতরের তরফেও খোঁজ নেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবার যাবতীয় ক্ষতিপূরণ পাবে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকেরা।
উল্লেখ্য, গত অগাস্ট মাসেও শিলিগুড়ির ডাবগ্রাম ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবনগর এলাকায় হাতির তাণ্ডব দেখা যায়। বুনো হাতিটি তাণ্ডব চালিয়ে একটি বাড়ির টিন ভেঙে ঘরের ভেতরে মজুদ করা খাবার নিয়ে পালায়। হাতিটি সুর দিয়ে পেঁচিয়ে বাইরে বের করে, খাবার খেয়ে ফের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। ফের হাতির তাণ্ডবে শনিবার হুলুস্থুল শিলিগুড়িতে।