পুলিসকে ‘নপুংসক’ বলে আক্রমণ! ফের বিতর্কে দিলীপ..Dilip Ghosh attacks police in a meeting at Kharagpur


চম্পক দত্ত:  ‘তৃণমূল মিছিল করলে কতজনকে আটক করেন’? পুলিসকে এবার ‘নপুংসক’ বলে আক্রমণ করলেন দিলীপ ঘোষ! সঙ্গে নিদান,  তৃণমূল নেতারা এলাকায় এলে গাছে বেঁধে রাখবেন’। বিতর্ক তুঙ্গে।

আরও পড়ুন:  Kunal Ghosh: আর কতদিন মুখ্যমন্ত্রী থাকবেন মমতা? ‘ভবিষ্যদ্বাণী’ কুণালের!

এদিন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের মোহনপুরে একটি পথসভা ছিল বিজেপি। সেই সভায় দিলীপ ঘোষ বলেন, ‘পুলিশের কাজ কি? শুধুই বিরোধীদের আটকানো?  তৃণমূল মিছিল করলে কতজনকে আটক করেন? পুলিশের মেরুদন্ড নেই, শুধু চামচাগিরি করবে, গরু পাচারের টাকা তুলবে’! তাঁর দাবি,  ‘মানুষের টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ছে তৃণমূল নেতারা। এলাকায় এরা কোন কাজ করবে না, করতে দেবে না’। 

কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর কটাক্ষ, ‘হতাশা বেরিয়ে আসছে! দিলীপবাবু পুলিসকে  নপুংসক  বলছেন, তাহলে তারা কোন বীরপুঙ্গব! দিলীপবাবুর নিজের বসার ঘরটা মুরলীধর লেনে, কার্যত ঘাড় ধাক্কা দিয়ে  বের করে দিয়েছে। আসলে যা হয়, মানুষ যদি নিজের ঘরে গুরুত্ব না পায়, তাহলে বাইরে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে। এটা ঘটনা যে, দিলীপবাবু বিজেপিটা তৈরি করেছিলেন এ রাজ্যে বুকে। তাঁর নেতৃত্বে বিজেপি অনেকগুলি সিট জিতেছিল। কিন্তু বিজেপি এখন শুভেন্দুদের নেতা বানিয়ে, দিলীপবাবুকে ঘাড় ধাক্কা দিয়েছে। ঘরের গাত্রদাহ তো আর প্রকাশ্যে বলতে পারছেন না,  পুলিসের উপর ঝাল মেটাচ্ছেন’!

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘পুলিস তৃণমূলের কার্যত দলদাসে পরিণত হয়েছে। সবাই জানে, নতুন কোনও ব্যাপার নয়। এখন দেখা যাচ্ছে, বিডিওরাই পারলে প্রায় তাই! ওসি-বিডিও মিলে এমন একটা ব্যবস্থা করেছে…. তৃণমূল নিজের দল চালাতে পারছে না। দল চালাচ্ছে ওসি এবং বিডিও’। তাঁর মতে, দলীয় মানসিকতা নিয়ে যদি পুলিস চলে, তাহলে সেই পুলিসের উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠবে’।

আরও পড়ুন:  Anupam Hazra: নিজের দলেই প্রতিষ্ঠিত চোর, এরপর তৃণমূলকে বলার জায়গায় থাকব কি আমরা?, কাকে নিশানা অনুপমের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *