Blood Donation Camp: রক্তদান শিবিরের টাকা তোলা নিয়ে পদ্মে দ্বন্দ্ব – inner clash in bjp during blood donation camp arrangement


এই সময়, আগরপাড়া: আগরপাড়ায় বিজেপির আয়োজিত রক্তদান উৎসব ঘিরে তোলাবাজির অভিযোগে সরব হল দলেরই একাংশ। এক পক্ষের বিরুদ্ধে অপর পক্ষ সরব হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপিতে ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল। যদিও সবটাই তৃণমূলের চক্রান্ত বলে দাবি বিজেপির একাংশের।

আজ, রবিবার আগরপাড়া সাউথ স্টেশন রোডের খেলার মাঠে বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির তরফে। সেখানে আসার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যদিও বিজেপির একাংশের অভিযোগ, জেলা বিজেপির নাম করে সহ সভাপতি কৌশিক চট্টোপাধ্যায় নিজের মতো করে রক্তদান শিবির করছেন এবং রক্তদানের নামে বাজার থেকে টাকা তোলা হচ্ছে।

BJP West Bengal: তৃণমূল-সিপিএমের ৫০০ কর্মী-সমর্থক বিজেপিতে
অভিযোগ, পাঁচ হাজার এক টাকা করে কুপনও ছাপা হয়েছে। দলের উচ্চ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি বেঙ্গল নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তা শেয়ারও করা হয়েছে। যদিও সবটাই চক্রান্ত বলে দাবি কৌশিকের। তিনি বলেন, ‘তৃণমূল ভুয়ো কুপন ছাপিয়ে এ সব করছে। সঠিক তদন্ত চেয়ে খড়দহ থানা এবং সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি।’

যদিও পানিহাটির উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী বলেন, ‘গোষ্ঠীকোন্দল ঢাকতে আমাদের ঘাড়ে দায় চাপাচ্ছে বিজেপি। এটা ওদের আদি ও নব্যের লড়াই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *