Howrah Picnic Spot : পর্যটকদের সুবিধায় গড়চুমুক পর্যটন কেন্দ্র নিয়ে বৈঠক! পিকনিকে ডিজে নয়, নিষিদ্ধ থার্মোকলও – howrah district administration held a meeting to manage the safety at tourist places and picnic spot


এই সময়, গড়চুমুক: শীত মানেই বেড়ানোর মরশুম। এখন থেকেই গ্রামীণ হাওড়ার গড়চুমুক, গাদিয়াড়া, শিবগঞ্জে ভিড় বাড়তে শুরু হয়েছে। সামনেই ২৫ ডিসেম্বর। প্রশাসনের লোকজনের দাবি, ওই দিন থেকে ভিড় আরও বেশি হবে। কী ভাবে এই ভিড় সামাল দেওয়া হবে, নির্বিঘ্নে যেন পর্যটকরা এখানে থাকতে পারেন, আনন্দ করতে পারেন— তা নিয়ে শনিবার বৈঠক করেন প্রশাসনের লোকজন। রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য ও কারিগরী মন্ত্রী পুলক রায়ের পৌরোহিত্যে গড়চুমুকের বন দপ্তরের বাংলোয় এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মণ্ডল, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানসকুমার মণ্ডল, হাওড়া জেলার গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, উলুবেড়িয়ার এসডিপিও সিদ্ধার্থ ধাপলা। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর রাজ্যের মন্ত্রী ও আধিকারিকরা গড়চুমুক পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।

বৈঠকে ঠিক হয়েছে, পর্যটন কেন্দ্রগুলির যতটা সম্ভব এলাকা সিসিটিভির আওতায় আনা হবে। ডিজে বক্স নিয়ে পিকনিক করতে এলে গড়চুমুক পর্যটনকেন্দ্রে প্রবেশের আগেই পুলিশ তা বাজেয়াপ্ত করবে। ১৬ কিলোমিটার দূরে জাতীয় সড়কের নরেন্দ্র মোড় থেকে পুলিশ সব রকম ডিজে বন্ধ করে দেবে। মন্ত্রী পুলক রায় বলেন, ‘নরেন্দ্র মোড়ের কাছে উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বহু নার্সিংহোম আছে। গাড়িতে করে ডিজে বাজিয়ে যাওয়াটা ওই এলাকায় ঠিক নয়। তাই গড়চুমুকের অনেক আগেই ডিজে বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত হয়েছে।’ তা ছাড়া এলাকাটিকে প্লাস্টিক মুক্ত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। থার্মোকলের প্লেট ব্যবহার করতে দেওয়া হবে না। বিকল্প ব্যবস্থা হিসেবে এই এলাকার মহিলা গোষ্ঠীর সদস্যারা শালপাতা নিয়ে স্টলে বসবেন বলে মন্ত্রী জানান। নজরদারির জন্য এলাকায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও থাকবে। এলাকা যাতে পরিষ্কার থাকে, তার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদেরও তিনি নির্দেশ দেন।

Howrah Tourist Places : উইকেন্ডে লং ড্রাইভে হাওড়া! প্রশাসনের উদ্যোগে সেজে উঠছে হোম স্টেগুলি
বেড়ানোর দিনগুলিতে এই গড়চুমুক পার্কে একটি অ্যাম্বুল্যান্স সব সময় থাকবে। বৈঠক শেষে মন্ত্রী পুলক রায় গড়চুমুক পার্ক পরিদর্শন করেন। সেখানে কিছু জায়গা অপরিষ্কার ছিল। তিনি সঙ্গে সঙ্গে প্রশাসনের লোকজনকে তা পরিষ্কার করানোর জন্য নির্দেশ দেন। যাঁরা বেড়াতে বা পিকনিক করতে আসবেন, তাঁদের যাতে কোনও রকম অসুবিধা না হয় তাঁর জন্য সর্বস্তরের প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *