রবিবার বিকেলের দিনে ১৮১, এজেসি বোস রোড এলাকার একটি বহুতলে আগুন লেগে যায়। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় বাড়িটি হওয়ায় ভেতরে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করতে বেগ পেতে হয় দমকলকে। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার কার্য চালাতে গিয়ে মুশকিলে পড়েন। প্রাথমিক ভাবে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রয়োজন হলে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
তবে ওই আবাসনের ভেতরে কী ভাবে আগুন সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি দমকল। বৈদ্যুতিক কোনও সমস্যার জন্য আগুন লেগে যেতে পারে বলে জানা গিয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ল্যাডারে করে মোট পাঁচ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে কেউ আটকে আছে কিনা খতিয়ে দেখছে দমকল বাহিনী। উদ্ধার করা পাঁচজনের মধ্যে দুজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। প্রথমদিকে বাড়ির বাসিন্দাদের উদ্ধার কার্যে কিছুটা মুশকিলে পড়তে হয়েছিল দমকলকে। পরে মইয়ের সাহায্য নিয়ে তাঁদের নামিয়ে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন বিকেল নাগাদ তিনতলার বাড়ি থেকে আগুনের হলকা বেরিয়ে আসতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। বাড়ির ভেতরে একাধিক বাসিন্দা আটকে পড়ার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মইয়ের সাহায্য নিয়ে এক এক করে প্রায় সকলকে বের করে আনা হয়। বিকেল পাঁচটা নাগাদ উদ্ধার কার্য শুরু হয় বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। উদ্ধার করা প্রত্যেকে বাসিন্দা সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।