Kolkata Municipal Corporation : পুরসভার অধিবেশন কক্ষে দুই কাউন্সিলারের বিবাদ – two councillors clash at kolkata municipal corporation session


এই সময়: কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে আসনে বসাকে কেন্দ্র করে বিবাদে জড়ালেন দুই কাউন্সিলার। এই দিন অধিবেশন কক্ষে ঢুকে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন ডেপুটি মেয়র বিজেপির মীনাদেবী পুরোহিতের চেয়ারে বসে পড়েন ১৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা প্রাক্তন মেয়র পারিষদ সামসুজ্জামান আনসারি। এই বিভ্রান্তি নিয়ে অধিবেশনের শুরুতেই উত্তেজনা ছড়ায়।

পরে আনসারি বলেন, ‘আমি ভুল করে বসেছিলাম ওই আসনে। সামনের ডেস্কে রাখা কাগজ পাশের ডেস্কে সরিয়ে রাখি। পরে ডেস্কের উপরে বিজেপি লেখা দেখেই আমি সরে আসি।’ মীনাদেবী অবশ্য এই দাবি মানতে রাজি নন। তাঁর বক্তব্য, ‘আনসারি আমার আসনে ইচ্ছে করেই বসেছেন। আমার কাগজপত্র ফেলে দিয়েছেন। আমাকে হেনস্থা করার জন্য এই কাজ করা হয়েছে।’

Kolkata Municipal Corporation : দেদার চুরি যাচ্ছে জলের মিটার, মেয়রকে নালিশ
চেয়ারপার্সন মালা রায় বলেন, ‘আনসারি আমাকে বলেছেন তিনি বুঝতে পারেননি, ওই আসনটি বিজেপি কাউন্সিালরের। ভুল করে বসে পড়েছেন।’ মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘একজন প্রবীণ কাউন্সিলার। সব সময়ে পুর অধিবেশনে আসতে পারেন না। তিনি ভুল করে বসে পড়তে পারেন। এই নিয়ে রাজনীতি দুঃখজনক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *