Parliament Security Breach : কফি হাউসে আলাপ! সংসদকাণ্ডের ‘মূল মাথা’ ললিতের সঙ্গে মিলল নদিয়ার সৌরভের যোগসূত্র – parliament security breach main accuse lalit jha apparently send the video to nadia resident sourav chakraborty


দিল্লির সংসদ ভবনকাণ্ডের মূল অভিযোগ ললিত ঝায়ের জীবন যেন ‘প্যান্ডোরা বক্স’। এবার তার সঙ্গে নাম জড়াল নদিয়ার বীরনগর এলাকার বাসিন্দা সৌরভ চক্রবর্তীর। সংসদে ‘রংবাজি’-র ভিডিয়ো নদিয়ার সৌরভকে পাঠায় ললিত এবং তা ছড়িয়ে দেওয়ার জন্য বলে, সূত্রের খবর এমনটাই।

কী ভাবে পরিচয় সৌরভ এবং ললিতের?

সূত্রের খবর, গত ১০ মে কফি হাউসে ললিতের সঙ্গে পরিচয় সৌরভের। সামাজিক অবক্ষয় নিয়ে একটি সংগঠন করায় উদ্দেশ্যই ছিল তার লক্ষ্য। এরপর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবার সৌরভ এবং ললিতের কথাবার্তা হয়। সংসদের হামলার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌরভকে পাঠানো হয়। সেখানে লেখা হয় ‘সার্কুলেট কর, জয় হিন্দ’।

কে এই সৌরভ?
নদিয়া বাসিন্দা সৌরভ পেশায় একজন জিওলজিস্ট। বর্তমানে কলকাতায় বেসরকারি সংস্থায় কর্মরত তিনি। যদিও বর্তমানে তিনি বাড়িতে নেই। পরিবার নিয়ে গত দু’দিন আগে পুরীতে বেড়াতে গিয়েছেন। তবে এলাকার আত্মীয় পরিজন বা প্রতিবেশীরা ঘটনা শুনে হতবাক। এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত সৌরভ। সকলের আপদে বিপদে এগিয়ে আসেন।

নদিয়ার তাহেরপুর থানার বীরনগর হাটখোলা পাড়া ১০ নম্বর ওয়ার্ডে তাঁর বাড়ি। আপাতত সেই বাড়িতে কেউ নেই। জিওলজির ছাত্র সৌরভ কাজের সুবাদেই দেশ বিদেশে ঘুরে বেড়িয়েছেন। করোনার সময় ফিরে আসেন বাড়িতে এবং একটি বেসরকারি সংস্থায় কাজ শুরু করেন। জানা গিয়েছে, সপরিবারে তিনি পুরী গিয়েছেন।

সৌরভের প্রতিবেশী বিশ্বজিৎ দাস বলেন, ‘এলাকায় সমস্ত ভালো কাজে এগিয়ে আসে ও। পড়াশোনা বা ছাত্র হিসেবে কেমন তা জানি না, তবে এলাকায় সে পরোপকারী হিসেবেই পরিচিত।’ তার সঙ্গে ললিত ঝাঁয়ের যোগসূত্র সামনে আসায় অবাক এলাকাবাসী।

Parliament Security Breach Highlights : অবশেষে জালে ললিত, থানায় আত্মসমর্পণ লোকসভায় ‘গেরিলা’ বিক্ষোভের মাস্টারমাইন্ডের
ললিতের কলকাতা যোগ

সংসদ ভবনে রঙের ধোঁয়া উড়িয়ে সরকার বিরোধী স্লোগান দিতে শোনা গিয়েছিল ললিত ঝাকে। সূত্রের খবর, বাগুইআটিতে বাড়ি ভাড়া নিয়ে থাকত সে। এছাড়াও সংসদে রংবাজির এই ভিডিয়ো হালিশহরের যুবক নীলাক্ষ আইচতে পাঠায় সে। এছাড়াও কলকাতায় প্রাইভেট টিউশন পড়াত ললিত, সামনে এসেছে সেই তথ্যও। তার আধার কার্ডেও বড়বাজারের ঠিকানা রয়েছে। সংসদের ঘটনার পর দিল্লি থেকে রাজস্থানে পালিয়ে যায় সে। পরে অবশ্য নিজেই দিল্লি পুলিশের কর্তব্য পথ থানায় এসে আত্মসমর্পণ করে।

সরব বিরোধীরা
এদিকে ললিতের বাংলা-যোগ নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছেন BJP নেতারা। পালটা সরব তৃণমূলও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *