Rajpur Sonarpur Municipality : লাভলিকে বললেও ‘কোনও ব্যবস্থা নেননি’, বিধায়ককে নিয়ে বিস্ফোরক কাউন্সিলর পাপিয়া – papia halder has come out against mla lovely maitra and rajpur sonarpur municipality chairman pallab kumar das


পাপিয়াকাণ্ডে নয়া মোড়! এবার সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র এবং পুরপ্রধান পল্লব দাসের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। সব কিছু জেনেও তাঁরা কিছু ব্যবস্থা নিচ্ছেন না বলে জানালেন পাপিয়া। যদিও, প্রতীকের ঘটনা এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি। কাউন্সিলরের দাবি, বাড়ির বাইরে পা রাখতেই ভয় পাচ্ছেন পাপিয়া। বিষয়টি নিয়ে যাতে মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেন তার আর্জি পৌরমাতার।

কী বললেন পাপিয়া?

পাপিয়া এদিন সাংবাদিক বৈঠক করে বলেন, ‘আমি কাটমানি নিয়েছি, তোলাবাজি করেছি এমন প্রমাণ থাকলে দেখাক। আমি পদত্যাগ করব।’ তাঁর আরও অভিযোগ, প্রতীক আমাকে প্রতি মাসে ৫০ হাজার টাকা কাটমানি দিতে চেয়েছিলেন। বলেছিলেন, আমার কোনও কাজ করতে হবে না শুধু বাড়িতেই বসে থাকতে হবে এবং প্রতি মাসে খামে করে ৫০০০০ টাকা বাড়িতে চলে আসবে। শুধুমাত্র মুখে অভিযোগ নয়, তিনি প্রতীকের হোয়াটসঅ্যাপ চ্যাটও জনসমক্ষে নিয়ে এসেছেন।

পাপিয়ার নিশানায় লাভলি

এরপরেই তিনি এই বিতর্কে টেনে আনেন বিধায়ক লাভলি মৈত্রকে। তাঁর কথায়, এসব নিয়ে ডিসেম্বরের শুরুতেই সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রকে তিনি জানিয়েছিলেন। হোয়াটসঅ্যাপে তার রিপ্লাই দিয়ে লাভলি জানিয়েছেন, ‘তুমি কী করছ তা আমি জানি, প্রতীক কী করেছে তাও আমি জানি। এসব নিয়ে পরে কথা বলব।’ কাউন্সিলরে আরও বক্তব্য, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তা নিয়ে সোনারপুর থানা ও পুরপ্রধানকে জানিয়েছেন। অথচ কেউ কোন ব্যবস্থা নেননি।

যদিও সামাজিক মাধ্যমে এমন অভিযোগ করলেও পাপিয়া এখনো পর্যন্ত সোনারপুর থানায় কোন লিখিত অভিযোগ করেননি। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তার জবাব, বাড়ির বাইরেই বের হতে পারছি না থানায় গিয়ে কিভাবে অভিযোগ করব? বস্তুত স্থানীয় নেতাদের প্রতি আর কোন ভরসা নেই পাপিয়ার। তার এই হেনস্তার প্রতিবাদ স্বরূপ তিনি এবার সরাসরি হস্তক্ষেপ দাবি করছেন রাজ্য নেতৃত্বের। প্রতীক অবশ্য জানান তাঁদের সম্পর্ক দীর্ঘদিনের। একসাথে ব্যবসা করার কথা ছিল। সেই নিয়েই কথপোকথন বলে জানান তিনি।

Rajpur Sonarpur Municipality : পাপিয়াকাণ্ডে বাড়ছে অস্বস্তি? কাউন্সিলরকে হুমকি বিতর্কে কী বলছে সোনারপুর পুরসভা?
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজপুর-সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া হালদার অভিযোগ করেন তাঁকে বিয়ে করার জন্য জোর করছেন তৃণমূল যুবনেতা তথা পুরসভার প্রাক্তন কো-অর্ডিনেটর প্রতীক দে। পালটা, প্রতীক পাপিয়ার বিরুদ্ধেও একাধিক অভিযোগ এনেছেন। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়তে হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসকে। যদিও, বিষয়টি জেলা তৃণমূল নেতৃত্ব এখনও কিছু জানায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *