Tarapith Temple : মা তারার সঙ্গে আর নয় সেলফি, নির্দেশ তারাপীঠের মন্দির কমিটি – tarapith temple restrict selfie with maa tara


তারাপীঠ মন্দির কমিটির তরফে জারি করা হয়েছে নয়া নির্দেশিকা। সেখানে বলা হয়েছে এবার থেকে তারা মায়ের দর্শন পাওয়ার জন্য দর্শণার্থীদের বেশ কিছু নিয়মের মান্যতা দিতে হবে। মূলত তারাপীঠে মা তারার মন্দিরে এসে পুজো দেওয়ার সময় গর্ভ গৃহে দাঁড়িয়ে ছবি তোলার ইচ্ছে অনেকেরই থাকে। তবে আগামী ডিসেম্বর থেকে ভক্ত বৃন্দের সেই ইচ্ছা আর পূরণ হবে না।

তারাপীঠ তারামাতা সেবাইত সংঘ এবং মন্দির কমিটির তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয় মা তারার গর্ভগৃহে ছবি তোলা এবং মায়ের সঙ্গে সেলফি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়াও কোনও সহকারি পুজারি এবং দর্শনার্থীদের জন্যও জারি করা হয়েছে কড়া নির্দেশ। স্পষ্ট বলা হয়েছে স্মার্টফোন নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। ছবি তুলতে তুলতে কোন পুজারি বা দর্শনার্থী গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না ।

এই বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘যত দিন যাচ্ছে ততই তারাপীঠ চত্বরে ভক্তদের ভিড় বাড়ছে। তাই দর্শনার্থীদের যাতে লাইন দিয়ে পুজো দিতে অসুবিধা না হয় আর সময় কম লাগে সেই জন্য কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে যেমন মায়ের সঙ্গে ছবি তোলা যাবে না। এছাড়াও মা তারাকে অঞ্জলি দেওয়ার ক্ষেত্রেও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে মন্দির কমিটির তরফে। এবার থেকে মা তারাকে দর্শন করার পরেই সেখান থেকে বেরিয়ে যেতে হবে।’

উল্লেখ্য, তারাপীঠ মন্দিরে বছরভরই ভিড় থাকে। বহু পূণ্যার্থী মা তারাকে দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে দৌড়ে আসেন। কোনও ভাবেই যাতে মন্দিরের শৃঙ্খলা না বিঘ্নিত হয়, তা নিশ্চিত করার জন্যই একগুচ্ছ নতুন পদক্ষেপ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Panskura New Tarapith Mandir : ভক্তদের জন্য সুখবর, নতুন বছরে খুলছে ‘দ্বিতীয় তারাপীঠ মন্দির’-এর দরজা! কবে থেকে দর্শন?
অনেক সময় দেখা যায় মা তারার সঙ্গে ছবি তোলার জন্য বা একটি সেলফির জন্য অনেকটা সময় নিয়ে নেন একজন পূণ্যার্থী। এর ফলে অন্যান্যদের দর্শনের ক্ষেত্রে অনেকটাই অতিরিক্ত সময় ব্যয় হয়ে থাকে। যাতে আর কোনওভাবেই এই কারণে কোনও দর্শনার্থীর সমস্যা না হয় সেই কারণে এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

এই উদ্য়োগকে স্বাগত জানিয়েছেন দর্শনার্থীদের একাংশ। তাঁদের কথায় মা তারাকে দর্শন করার জন্যই তারাপীঠে আসা। সেখানে সেলফি অত্যন্ত নগণ্য একটি বিষয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *