Eden Gardens Kolkata : ইডেনের গ্যালারি থেকে সিএবি কর্মীর পুত্রের মৃতদেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের – young boy mysteriously found dead at eden gardens stadium kolkata


সোমবার সাত সকালে ইডেন গার্ডেন্স থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ঐতিহ্যবাহী এই ক্রিকেট মাঠে। মৃত যুবকের নাম ধনঞ্জয় বাড়িতে (২১) বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যুবক ওড়িশার বাসিন্দা বলে খবর। ইডেনের স্টাফ কোয়ার্টারে ওই যুবক থাকত বলে খবর।

কী জানা যাচ্ছে?

জানা গিয়েছে, মৃত যুবক ধনঞ্জয়ের বাবা ও কাকা CAB-র গ্রাউন্ড স্টাফ। ওই যুবক বাবার সঙ্গে থাকত। মূলত, ওড়িশা থেকে কলকাতায় কাজের খোঁজে এসেছিলেন ওই যুবক। বাবা ও কাকার সঙ্গে ইডেনের স্টাফ কোয়ার্টারে থাকতেন ওই যুবক। আজ সকালে ইডেনের K ব্লক থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কী ঘটনা ঘটেছে?

সোমবার সকালে হঠাৎ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে কর্মরত শ্রমিকরা কে ব্লকের গ্যালারি থেকে এই দেহটি দেখতে পান। সকাল সাড়ে ৭টা নাগাদ দেহটি দেখতে পাওয়া যায় বলে খবর। এরপর সিএবি-র এক কর্মী পুলিশকে খবর দেওয়া হয়। খবর যায় ময়দান থানায়। ময়দান থানা থেকে পুলিশ এসে ইডেনে থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে ওই যুবক কে ব্লকের গ্যালারিতে গিয়েছিলেন, তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন কি না, সে কী ভাবে মারা গেল, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মৃত্যুতে বাড়ছে রহস্য

সিএবি সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের বাবা ইডেনে মালির কাজ করতেন। বেশ কয়েক মাস আগেই তাঁর ছেলে কলকাতায় আসে। বাবার সঙ্গেই থাকতে শুরু করে। ইডেনে তাঁর ছেলের কাজের ব্যাপারে বাবা চেষ্টা করছিলেন। তবে কী কারণে ওই যুবকের মৃত্যু হল তা নিয়ে বাড়ছে রহস্য। ওই যুবককে কেউ মেরে ফেলে দিয়েছে নাকি যুবক নিজে আত্মঘাতী হয়েছেন, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। ময়না তদন্তের পর পুরো বিষয়টি সামনে আসবে বলেই পুলিশের তরফে জানা গিয়েছে।

তবে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স থেকে এভাবে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। এরকম ঘটনা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন বলেই জানাচ্ছেন অনেকে। গ্যালারি থেকে দেহ উদ্ধারের ঘটনায় মাঠের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও, পুলিশ জানিয়েছে, যুবকের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যুবকটি মানসিক অবসাদে ছিল কিনা, কারও সঙ্গে ঝামেলা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *