Kolkata Metro : ১৭ ঘণ্টা পর স্বস্তি, দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক – kavi subhas to dakshineswar metro service has resumed normal from monday


অবশেষে মিলল স্বস্তি! সোমবার সকাল ৭টা থেকে ফের চালু হল নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো। প্রায় ১৭ ঘণ্টা পর দক্ষিণেশ্বর থেকে ফের মেট্রো চালু হওয়ায় স্বস্তিতে যাত্রীরা। যদিও কলকাতা মেট্রোর এই অংশে দিনভর পুরোপুরি বন্ধ থাকল পরিষেবা। কলকাতা মেট্রোর ইতিহাসে একরকম ঘটনা নজিরবিহীন ঘটনা বলেই মনে করছেন অনেক যাত্রীরা।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, রবিবার বরানগরে থার্ড লাইন থেকে বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্রের একৃণংশ ভেঙে যায়। বরানগর স্টেশনের কাছে বিপত্তি ঘটায় নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। রবিবার দুপুর ১টা ৫২ থেকে বন্ধ হয়ে যায় এই রুটে মেট্রো চলাচল। রবিবার ছুটির দিন হলেও চূড়ান্ত দুর্ভোগে পড়েন মেট্রো যাত্রীরা। রাত ৯টা ৪০-এ শেষ মেট্রোও দক্ষিণেশ্বর থেকে ছাড়েনি। স্বাভাবিক ভাবেই সোমবার সপ্তাহের শুরুর দিন কী হবে সেটা নিয়ে সংশয় ছিল।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, ওই লাইনে রাতভর মেরামতির কাজ চলতে থাকে। অবশেষে সোমবার নির্দিষ্ট সময়ে সকাল ৭টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়া হয়। ফলত সপ্তাহের শুরুর দিন আরও ভোগান্তির কোনও আশঙ্কা নেই। মেট্রো চালু হওয়ার পর থেকে নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে যাতায়াত অনেক সুবিধে ও কম সময়পাপেক্ষ হয়ে গিয়েছে। রবিবার দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো হঠাৎ বরানগর স্টেশনে ঢোকার আগে দাঁড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে মেট্রো আধিকারিকেরা যান। থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মেট্রোর সকল যাত্রীদের সুরক্ষিত ভাবে মেট্রো থেকে বাইরে বার করে নিয়ে আসা হয়। এরপর থেকেই কাজ শুরু হয়।
Kolkata Metro : ফের বিভ্রাট, প্রায় ২ ঘণ্টা বন্ধ নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো
কলকাতা মেট্রোতে ভোগান্তি লেগেই রয়েছে। দুদিন আগেই এই লাইনে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। এরপর আবার রবিবার বরানগরের কাছে গোলযোগের কারণে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়। নোয়াপাড়া স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চালানো হয়। বন্ধ রাখা হয় বরানগর স্টেশন এবং দক্ষিণেশ্বর স্টেশন। রবিবার অফিস যাত্রীর সংখ্যা কিছুটা কম থাকলেও দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবার যাত্রীরা সমস্যা পড়েন। উল্লেখ্য, গত সপ্তাহে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনায় মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল। মেট্রো লাইনে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ার কারণে পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। অন্যদিকে, কয়েকদিন আগেই বরানগরের আপ লাইনের থার্ড লাইনে মেট্রো চলাচলে বিপত্তি ঘটে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *