Phaco Surgery in West Bengal: শ্রমজীবী হাসপাতালে এবার ফেকো সার্জারি – phaco surgery now available in sreerampur hospital


এই সময়, শ্রীরামপুর: হার্ট, কিডনির মতো কঠিন অসুখের চিকিৎসা ও রক্তের সেপারেটর মেশিন প্রতিস্থাপনের পর ন্যায্য মূল্যে চোখের চিকিৎসা শুরু হলো শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে। ফেকো সার্জারির সূচনার মাধ্যমে পঞ্চায়েত এলাকায় চিকিৎসা পরিষেবায় নজির গড়ল এই হাসপাতাল।

রবিবার শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে চোখের চিকিৎসার জন্য আধুনিক প্রযুক্তি নিয়ে বহির্বিভাগ শুরু হয়। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের তৃতীয় সপ্তাহে ফেকো সার্জারি শুরু হবে। শ্রমজীবী হাসপাতালের পাশে দাঁড়িয়েছে শ্রমজীবী গণউদ্যোগ ভোল্টাস অ্যান্ড ভোলকার্ট এমপ্লয়িজ ইউনিয়ন। এ দিন ইউনিয়নের পক্ষ থেকে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালকে ২৭ লক্ষ টাকার চোখ অপারেশনের জন্য একটি আধুনিক ফেকো মেশিন দেওয়া হয়।

শ্রমজীবী পরিবারের দাবি, পশ্চিমবঙ্গে গণউদ্যোগে গড়ে ওঠা শ্রমজীবী হাসপাতাল গত ৪১ বছর ধরে প্রকৃত খরচে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে। শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালও ২০১০ সাল থেকে পথ চলা শুরু করে পঞ্চায়েত এলাকায় নানা ভাবে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ঘটিয়ে চলেছে। শ্রমজীবী হাসপাতালগুলির মধ্যে সম্ভবত শ্রীরামপুরের হাসপাতালেই প্রথম ক্যাথল্যাব যন্ত্র বসানো হয়। যে যন্ত্রের সাহায্যে হার্টের অ্যাঞ্জিয়োগ্রাফি, অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়।

Artificial Intelligence : রোবটিক এআই সার্জারিতে আশা, কলকাতায় সাংবাদিক বৈঠকে আলোচনা
জেলায় প্রথম পঞ্চায়েত এলাকায় এই হাসপাতালে গড়ে ওঠে কম্পোনেন্ট সেপারেটর যুক্ত ব্লাড ব্যাঙ্ক। যে ব্লাড ব্যাঙ্কের জন্য পাশের জেলার লোকজনও উপকৃত হচ্ছেন। এ ছাড়া হাসপাতালে সি-আর্ম ও ল্যাপারোস্কোপিক যন্ত্রের মাধ্যমে অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনির সার্জারি, ডেন্টাল সার্জারি, ইএনটি সার্জারি হয়। হার্ট, কিডনি ও মেডিসিন বিভাগে চিকিৎসাও ভালো হয়।

শ্রমজীবী হাসপাতালের সম্পাদক গৌতম সরকার বলেন, ‘চোখের মাইক্রো সার্জারি করোনার আগে শুরু হলেও করোনায় তা থমকে যায়। সম্প্রতি গণ উদ্যোগে একটা মেশিনের সাহায্যে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে শুরু হতে চলেছে ফেকো সার্জারি। শ্রমজীবী হাসপাতালের রীতি মেনে সার্জারির খরচও নেওয়া হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *