Biman Basu CPIM : তৃণমূল-বিজেপির নেতাদের সঙ্গে এক মঞ্চে সিপিএমের বিমান! কারণ কী জানেন? – biman basu cpim leader shares stage with trinamool congress and bjp leaders


রাজ্যে শাসকদল তৃণমূলের সঙ্গে বিজেপি ও সিপিএমের রাজনৈতিক আকচা-আকচি লেগেই রয়েছে। একাধিক ইস্যু প্রত্যেকদিন তৃণমূলকে নিশানা করছে বিজেপি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সুর চড়াচ্ছে সিপিএমও। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তিনদলের মধ্যে রাজনৈতিক তরজা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তার আগে মঙ্গলবার তৃণমূল ও বিজেপি নেতাদের সঙ্গে এক মঞ্চে দেখা গেল সিপিএমের প্রবীণ নেতা ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে।

একমঞ্চে তৃণমূল-বিজেপি-সিপিএম

হাওড়ার একটি স্কুলের রক্তদান শিবির অনুষ্ঠানে ধরা পড়ল রাজনৈতিক সম্প্রীতির ছবি। হাওড়া ময়দান এলাকার একটি বেসরকারি স্কুলে মঙ্গলবার রক্তদান শিবিরের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবির অনুষ্ঠানে একই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি একমঞ্চে বসে থাকতে দেখা গেল। অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসতেই সেই নিয়ে শুরু হয়েছে চর্চা।

ওই বেসরকারি স্কুলে রক্তদান শিবিরের অনুষ্ঠানে বিমান বসুর পাশাপাশে দেখা গিয়েছে হাওড়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী ও রাজ্যে বিজেপির সহ-সভাপতি সঞ্জয় সিংকে। যেখানে এই রাজনৈতিক দলের কর্মীদের সারা বছর রাজ্যের বিভিন্ন অংশে সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায়, সেখানে সেই দলের নেতাদের পাশাপাশি বসে থাকার ছবি সত্যিই বিরল।

কী বললেন নেতারা?

বিমান বসু বলেন, ‘রক্তের কোনও জাত, বর্ণ বা ধর্ম নেই। রক্তদান শিবিরে একই মঞ্চে অন্য রাজনৈতিক দলের লোক আসলে আমার কোনও অসুবিধা নেই। কানপুরে সম্প্রতি এক গর্ভবতী মহিলাকে প্রসবের সময় রক্ত দিয়েছিলেন দু’জন। তাঁদের মধ্যে একজন হিন্দু ও একজন মুসলমান। সেই কারণ রক্তের জন্য এক মঞ্চে আসতে কোনও সমস্যা নেই।’ হাওড়া পুরসভার প্রশসানিক বোর্ডের সদস্য সুজয় চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

রক্তের কোনও ধর্ম বা বর্ণ হয় না

বিমান বসু, বামফ্রন্ট চেয়ারম্যান

অন্যদিকে বিজেপির রাজ্যের সহ-সভাপতি সঞ্জয় সিং বলেন, ‘রক্তের কোনও রং বা বর্ণ হয় না। এটা একটা স্কুলের প্রোগ্রাম। সেইখানে বিভিন্ন মানুষকে ডাকা হয়েছিল। আমাকেও আমন্ত্রণ জানানো হয় বলেই এসেছি। আমরা সবাই এই দেশের সন্তান। সেই কারণে মানুষের জন্য প্রয়োজনে এক মঞ্চে আসার মধ্যে কোনও ভুল নেই। আর রক্তের জন্য বিভিন্ন রাজনৈতিক দল একই মঞ্চে আসতে পারে, তাতে কোনও অসুবিধা নেই। আমরা সারাবছর মানুষের পাশে থাকি বলেই নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী হয়েছেন। সেখানে মানুষের জন্য কোনও কাজ করতেই আমাদের সমস্যা নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *