Debangshu Bhattacharya : ‘রাজ্যের অর্ধেক মানুষ উর্দু বলবে?’ ফিরহাদের ভিডিয়ো নিয়ে এক্স যুদ্ধ দেবাংশু-অমিতের – debangshu bhattacharya attacks bjp leader amit malviya for sharing a video of kolkata mayor firhad hakim


কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যের একটি ভিডিয়ো। সেই নিয়ে এক্স যুদ্ধ তৃণমূল এবং বিজেপির মুখপাত্রদের। ফিরহাদ হাকিমের উর্দু ভাষায় কথা বলা সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র অমিত মালব্য। ইন্ডিয়া জোটের বৈঠকের দিনেই এই ভিডিয়ো বার্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পালটা, এটিকে আংশিক ‘ফেক’ বলে আক্রমণ তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর।

কী দাবি অমিত মালব্যর?

অমিত এদিন এক্স হ্যান্ডেলে জানান, DMK এর পরে, একটি ইন্ডিয়া জোটের আরও এক সদস্য সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করছে। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ আস্থাভাজন ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একটি ভিডিয়োতে (যাচাই করেনি এই সময় ডিজিটাল) দাবি করেছেন, শীঘ্রই পশ্চিমবঙ্গের 50% মানুষ উর্দুতে কথা বলবে। বাংলা গর্বের কি হল? কেউ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন? তিনি কি এই বিশ্বদর্শন সমর্থন করেন? এটাই কি টিএমসির এজেন্ডা? অমিত মালব্যর এই ভিডিয়ো শেয়ারের পরেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় নেট মাধ্যমে।

পালটা দেবাংশু কী বললেন?

অমিত মালব্য এই দাবি নিয়ে পালটা দেবাংশু জানান, প্রথমত ভিডিয়োটি ৩ বছরের বেশি পুরনো। বিজেপির হেড প্রোপোগান্ডা মাস্টার কেন হঠাৎ এখন এটা নিয়ে এসেছেন, আপনি অনুমান করতে পারছেন নিশ্চয়ই। 2য়, এখানে সম্মানিত। পাশাপাশি, বিজেপি বিষয়টি নিয়ে ফেক প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও দাবি করেন তৃণমূলের যুব নেতা।

উল্লেখ্য, ভিডিয়োটির একটি জায়গায় বলতে শোনা যায়, ফিরহাদ হাকিম বলছেন, রাজ্যের ‘অর্ধেক অংশের মানুষ একদিন উর্দু বলবেন’, বিষয়টি নিয়ে দেবাংশু বলেন, ‘ ফিরহাদ উর্দু শায়রি বা কবিতার কথা বলতে চেয়েছেন। আমি তাঁকে সম্পূর্ণ ভিডিয়ো পোস্ট করার জন্য চ্যালেঞ্জ করছি। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলজিও শায়েরি শোনাতেন।’ পাশাপাশি, দেবাংশু আরও জানান, উর্দু কোনও ধর্মের ভাষা নয়। এটি অনেকটা ভারতীয়, হিন্দি বা বাংলার মতো। তাঁর কথায়, ‘ সামনেই লোকসভা নির্বাচন। বিজেপির নকল কারখানা দিন রাত কাজ করছে জাল আখ্যান তৈরি করতে। কিন্তু আমি দুঃখিত, এটা কাজ করবে না।’

Firhad Hakim : কনভয় থেকে নেমে রাবিশ ভরা লরি আটকালেন মেয়র!
উল্লেখ্য, মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে বসেছে বিজেপি বিরোধী একাধিক দল। সেখানেই উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি বিরোধী আন্দোলন ও ভোটের প্রচারের রূপরেখা তৈরি করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ঠিক সেই দিনই বিজেপি মুখপাত্র অমিত মালব্যর এই ভিডিয়ো পোস্ট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *