Govt Of West Bengal : নয়া মুখ্যসচিব পাচ্ছে রাজ্য, নাম চূড়ান্ত! ডিজি পদেও আসবে বদল? – bp gopalika present home secretary will take responsibility of chief secretary of west bengal


রাজ্য প্রশাসনে আসন্ন বড় ধরনের রদবদল। রাজ্য প্রশাসনের দুই শীর্ষপদ মুখ্যসচিব এবং ডিজি পদে চলতি মাসেই আসতে চলেছে বদল। রাজ্যের নয়া মুখ্যসচিবের দায়িত্ব নিতে চলেছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব ও অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত বিপি গোপালিকা, নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি পদেও আসতে পারে বদল।

চলতি মাসেই রাজ্যে নয়া মুখ্যসচিব

চলতি মাসেই রাজ্যের মুখ্যসচিব পদে বদল আনা হবে। বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন ১৯৮৯ ব্যাচের আইএএস অফিসার ভগবতীপ্রসাদ গোপালিকা। চলতি বছর জুন মাসে বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ আরও ছ’মাস বাড়াতে রাজ্য সরকারকে গ্রিন সিগন্যাল দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ৩১ ডিসেম্বর মুখ্যসচিব পদে থাকার মেয়াদ শেষ হচ্ছে হরিকৃষ্ণর।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ভাবী মুখ্যসচিব বিপি গোপালিকাকে যাবতীয় দায়িত্ব ও কাজ বুঝিয়ে দেওয়ার জন্য হরিকৃষ্ণকে নির্দেশ দেওয়া হয়েছে। অবসর নিলেও হরিকৃষ্ণকে এখনই ছাড়তে অরাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সূত্রের খবর, অবসরের পর তাঁকে বিশেষ ভূমিকায় দেখা যেতে পারে। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তিনি কাজে যোগ দিতে পারেন। অন্যদিকে রাজ্য অর্থ দফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্রর সঙ্গেও তিনি কাজ করতে পারেন বলে জানা গিয়েছে। নবান্নের ১৩ তলাতে তাঁর নতুন অফিস তৈরির তোড়জোরও শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

ডিজি পদেও বদল

অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি পদেও আসতে পারে বদল। বর্তমান ডিজি মনোজ মালব্যর কর্মকালের মেয়াদও চলতি মাসেই শেষ হচ্ছে। তাঁর বদলেও নতুন মুখ আসতে চলেছে পুলিশের সর্বোচ্চ পদে। সূত্রের খবর আইপিএস অফিসার ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে এই পদে বসানো হতে পারে। তথ্য ও প্রযুক্তি দফতরের সচিব পদে বর্তমানে কর্মরত রয়েছেন রাজীব। অন্যদিকে আইপিএস অফিসার রাজেশ কুমারের নামও ডিজি পদের জন্য চর্চায় রয়েছে। এখন ডিজি পদে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কাউকে নিয়ে আসে কিনা সেটাই এখন দেখার।

উল্লেখ্য, বর্তমানে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে মমতার। মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল নিয়ে জোরাল জল্পনা ছড়ায়। কিন্তু এখনও অবধি মন্ত্রিসভায় মমতা কোনও বদল আনেননি। তবে নবান্নের অন্দরে এখনও এই নিয়ে গুঞ্জন চলছে। আগামী দিনে মন্ত্রিসভায় রদবদল হয় কি না, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *