Jyotipriya Mallick News,’মন্ত্রীর সঙ্গে দার্জিলিং যায় স্ত্রী…’, জেলবন্দি বালুকে নিয়ে বিস্ফোরক কাউন্সিলরের স্বামী – bidhannagar municipality councillors nandini banerjee husband claims his wife had an extra marital affair with jyotipriyo mullick


বিধাননগরের কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? একটি ভিডিয়োতে এমনই বিস্ফোরক দাবি করলেন কাউন্সিলরের স্বামী। ভিডিয়োটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল)। এদিকে এই যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর। তাঁর স্পষ্ট দাবি, এই সমস্ত মিথ্যে কথা।

রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর একের পর এক তথ্য উঠে এসেছে তাঁর বিরুদ্ধে। এবার বিস্ফোরক দাবি করলেন বিধাননগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী জয়ব্রত।

ঠিক কী বলেছেন জয়ব্রত?

সম্প্রতি কাউন্সিলরের স্বামীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। এই ভিডিয়োতে জয়ব্রতকে বলতে শোনা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ২০১৭ সাল থেকে। এমনকী, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর স্ত্রী দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন বলেও দাবি করেছেন।

তার দাবি, বিধাননগর পুরভোটে টিকিট পাওয়ার পরেই বদলে যান নন্দিনী। স্বামীকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বারণ করেছিলেন বিধাননগর পুরসভার এই কাউন্সিলর, দাবি করেছেন জয়ব্রত। ভিডিয়োতে তাঁর দাবি, ২০২২ সালে নির্বাচনে জেতার পর নন্দিনী বন্দ্যোপাধ্যায় ফ্ল্যাট কিনে অন্যত্র চলে যান।

জানতে পেরেছি বালুদার সঙ্গে দার্জিলিং গিয়েছিল

জয়ব্রত

তবে সেই সময় তাঁর ফ্ল্যাট কেনার মতো টাকা ছিল না বলেই দাবি জয়ব্রতর। কে নন্দিনীকে ওই ফ্ল্যাট কেনার টাকা দিয়েছিলেন? তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন জয়ব্রত। গত সেপ্টেম্বর মাসে নন্দিনীর নতুন ফ্ল্যাটে দেখা করতে গিয়েছিলেন তাঁর স্বামী। কিন্তু, তিনি দেখা করেননি বলেই অভিযোগ। যদিও পরের দিনই জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় FIR দায়ের করেন নন্দিনী। তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলেও ওই ভিডিয়ো বার্তায় দাবি করেছেন জয়ব্রত বন্দ্যোপাধ্যায়।

কলকাতা হাইকোর্ট : SSKM-এ বালু’র কেবিনে নজরদারিতে বিশেষ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের
এদিকে স্বামীর এই ভাইরাল ভিডিয়ো নিয়ে নন্দিনী বন্দ্যোপাধ্যায় এই সময় ডিজিটাল-কে বলেন, ‘এই নিয়ে কোনও মন্তব্য করব না। আদালতে মামলা চলছে। তবে যাবতীয় অভিযোগ ভুয়ো।’ এই ভিডিয়ো বার্তাটিতেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নন্দিনীর স্বামী। শুধু তাই নয়, এই গোটা ঘটনায় তাঁর মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়েছে এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও দাবি করেছেন এই কাউন্সিলর।

জেলে কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক?

শুধু তাই নয়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বেচ্ছামৃত্যুর দাবি জানিয়েছেন। এই ভিডিয়োটি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। উল্লেখ্য, এদিনই ED আধিকারিকরা অরণ্যভবনে গিয়েছিলেন। রেশন দুর্নীতির মাঝেই এই ভাইরাল ভিডিয়ো রাজ্য শাসক দলের অস্বস্তি আরও বাড়াল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *