Kolkata Metro Fare : কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো চালু শীঘ্রই! দমদম-নিউ গড়িয়া থেকে ভাড়া কেমন? – kavi subhas to hemanta mukhopadhyay ruby metro station fare details


কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত মেট্রো স্টেশন চালু হতে বলছে খুব শীঘ্রই। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল। তবে ইতিমধ্যে অরেঞ্জ লাইনের এই মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো রেলের ভাড়া কত হবে? তা নির্ধারণ করল মেট্রো রেল। দেখে নেওয়া যাক বিস্তারিত।

ভাড়া কেমন?

মেট্রো রেল সূত্রে জানান হয়েছে, কবি সুভাষ থেকে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন অর্থাৎ হাইল্যান্ড পার্ক পর্যন্ত যাত্রী ভাড়া হচ্ছে ৫ টাকা। এরপর কবি সুভাষ থেকে জ্যোতিরিন্দ্র নন্দী অর্থাৎ মুকুন্দপুর এলাকার মেট্রো স্টেশন পর্যন্ত ভাড়া হবে ১০ টাকা। কবি সুভাষ থেকে কবি সুকান্ত অর্থাৎ কালিকাপুর এলাকা পর্যন্ত মেট্রোয় ভাড়া পড়বে যাত্রী পিছু ১০ টাকা করে। হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় এলাকার স্টেশন পর্যন্ত ভাড়া পড়বে সর্বোচ্চ ২০ টাকা।

কী সুবিধা পাবেন যাত্রীরা?

তবে ব্লু এবং অরেঞ্জ লাইনে যাতায়াতের জন্য বিশেষ সুবিধা পাচ্ছেন যাত্রীরা। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো লাইন চালু হলে এক টিকিটেই নর্থ-সাউথ মেট্রো করিডরের (ব্লু লাইন) দক্ষিণেশ্বর থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবির মোড়) পর্যন্ত যাতায়াত করতে পারবেন বলে কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। সেক্ষেত্রে যাত্রীদের একটি টোকেন বা স্মার্টকার্ড ব্যবহার করেই দুটি ভিন্ন মেট্রো করিডরে যাতায়াত করতে পারবেন।

দেখে নিন ভাড়ার তালিকা.

দেখে নিন ভাড়ার তালিকা.

অন্যদিকে, দমদম কিংবা দক্ষিণেশ্বর থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত যেতে ভাড়া পড়বে ৪৫ টাকা। গিরিশ পার্ক থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত যে কোনও স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) স্টেশন পর্যন্ত ৪০ টাকা ভাড়া লাগবে। মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত যে কোনও স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ৩৫ টাকা ভাড়া লাগবে। গীতাঞ্জলি বা কবি নজরুল থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ৩০ টাকা। শহিদ ক্ষুদিরাম থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ভাড়া ২৫ টাকা।

Kolkata Metro : নতুন বছরেই একাধিক মেট্রো লাইনের আশা, জোর মহড়া অরেঞ্জ লাইনেও
কবে চালু হচ্ছে এই মেট্রো পরিষেবা?

মেট্রো রেলের তরফে এই মেট্রো করিডোর চালু করার ব্যাপারে এখনও কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। কলকাতা মেট্রোর তরফে এই রুট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে উদ্বোধন করানোর চিন্তাভাবনা চলছে সেক্ষেত্রে তাঁর সময় না পাওয়া পর্যন্ত নির্দিষ্ট তারিখ জানানো সম্ভব হচ্ছে না। তবে নতুন বছরের শুরুতেই এই মেট্রো পরিষেবার সুবিধা পাবেন যাত্রীরা বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *