Kolkata To Raidighi Bus : রায়দিঘিতে গড়ে উঠছে বাস টার্মিনাস! দিঘা, কলকাতা রুটে চলবে সরকারি বাস – one new bus terminus will be built in raidighi


রায়দিঘি বিধানসভার বাসিন্দাদের জন্য সুখবর! সেখানে গড়ে উঠছে বাস টার্মিনাস। আর এই কাজ সম্পন্ন হলেই রায়দিঘি থেকে কলকাতায় যাওয়ার জন্য সরকারি বাস পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

সুন্দরবনের রায়দিঘি বিধানসভা এলাকার বাসিন্দাদের পরিবহণ নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল। সেখানে বেশ কিছু বেসরকারি বাস চলে। কিন্তু, সেভাবে কোনও সরকারি বাস চলে না। তাই এলাকার বাসিন্দাদের জন্য অন্যতম ভরসা ছিল ট্রেন। এদিকে যাতে সংশ্লিষ্ট রুটে সরকারি বাস চলে এবং এই সমস্যার সমাধান হয় সেই জন্য বিধায়কের কাছে আবেদন জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। এবার সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়েছেন এলাকার বিধায়ক ডাঃ অলোক জলদাতা।

তিনি জানান, পরিবহণ মন্ত্রকের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে। সাধারণ মানুষ এলাকায় সরকারি বাস চালানোর দাবি করেছিলেন। তাঁদের সেই আবেদনের প্রেক্ষিতেই উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে পরিবহণ দফতর। জানা গিয়েছে, এলাকায় একটি বাস টার্মিনাস গড়া হবে। আর তা চালু হওয়ার পরেই রায়দিঘি থেকে সরকারি বাস পরিষেবা চালু হবে।

বিষয়টি প্রসঙ্গে বিধায়ক জানান, এই উদ্যোগের ক্ষেত্রে জমি সংক্রান্ত বিষয় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। তবে আপাতত তা মিটেছে। এই সমস্যা দূর করার জন্য প্রশাসনিক পদক্ষেপ করা হয়। চার বিঘা জমির উপর তৈরি করা হবে এই বাস টার্মিনাসটি। পরিবহণ দফতরে ইতিমধ্যেই যাবতীয় কাগজপত্র জমা করে দেওয়া হয়েছে।

এই বাস টার্মিনাসটি চালু হলে সাধারণ মানুষের উপকার হতে চলেছে। কলকাতা যাওয়ার পাশাপাশি দিঘা এবং বকখালি যাওয়ার বাসও পাওয়া যাবে এখান থেকে।

School Bus : বেপরোয়া ভাবে ছাত্র-ছাত্রীদের নিয়ে যাতায়াত, স্কুলবাসকে জরিমানা
কোথায় তৈরি হবে এই বাস টার্মিনাস?
জানা গিয়েছে, মথুরাপুর ২ ব্লক সংলগ্ন কাছারি মোড় এলাকার রাইস মিলের পাশে গড়ে উঠতে চলেছে এই বাস টার্মিনাস। ইতিমধ্যেই সেই জায়গাটিকে নির্দিষ্ট করা হয়েছে এবং পরিবহণ দফতরে তা পাঠানো হয়েছে।

বর্তমানে রায়দিঘিতে একটি বাস চলাচল করে থাকে এবং তা আসে ডায়মন্ড হারবার থেকে। স্বাভাবিকভাবেই এই বাসে ভিড় থাকে অপেক্ষাকৃত বেশি। স্বাভাবিকভাবেই নয়া বাস টার্মিনাস চালু হলে এবং সরকারি বাস চলাচল শুরু করলে এলাকাবাসীর উপকার হবে। কলকাতার পাশাপাশি দিঘাগামী বাস চালু হলে ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে স্থানীয় এলাকাবাসীর। এই বাস টার্মিনাসের খবর সামনে আসার পর থেকেই এলাকায় খুশির হাওয়া। প্রশাসনের এই উদ্য়োগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *