Lord Kirshna : ৫৬ রকমের ভোগ সহ এলাহি আয়োজন, গোপাল ঠাকুরের বনভোজন শান্তিপুরে – nadia santipur priests arranges special picnic for lord shri krishna


হিমেল হাওয়া গায়ে মেখে আমরা এই শীতে মেতে উঠি বনভোজনের আয়োজনে। আমাদের মতো তো কৃষ্ণ ঠাকুরও বনভোজনে অংশ নিতে পারেন! হ্যাঁ, এরকমই গোপালের জন্য বনভোজনের আয়োজন করা হয় শান্তিপুরে। কী রকম আয়োজন হয় সেই বন ভোজনে? ভোগ কী হয়? আসুন, জেনে নেওয়া যাক।

প্রাচীন রীতি মেনে বনভোজন

শীত পড়তেই বনভোজনের উৎসবে মুখর হয়ে ওঠে গোটা বাংলা। শীতকাল মানেই নতুন চাল আর গুড়ের পিঠে পায়েস , কমলালেবু আর অবশ্যই চড়ুইভাতি। তবে এত গেল মানুষের কথা! কিন্তু দেবদেবীরাও বা বাদ যাবেন কেন? বিশেষত গোপাল তো আমাদের গৃহস্থ বাড়ির সন্তান সম। তাই তাঁর বায়না আবদার সবকিছুই খেয়াল রাখে ভক্তরা। এমনও বহু ভক্তদের বাড়ি আছে যেখানে তাঁরা কোথাও গেলেও সঙ্গে করে নিয়ে যান গোপালকে। কখনই তালাবন্দী অবস্থায় তাঁকে রাখেন না। প্রাচীন রীতিতে তাই গোপালের এই বনভোজনের আয়োজন।

কেমন এই আয়োজন?

শিশু অবস্থায় অন্য শিশুদের সঙ্গে মেলামেশা একান্তই প্রয়োজন । সেই কথা ভেবেই প্রতিবছর শীতকালে শান্তিপুর নৃসিংহপুর মেথির ডাঙ্গা পাম্পের ঘাট কলাবাগানে সমগ্র শান্তিপুরের সীতানাথ অর্থাৎ অদ্বৈত আচার্যের ভক্তবৃন্দ এই আয়োজন করে থাকেন। যেখানে আশেপাশের এলাকার সমস্ত গোপাল সেবাইতরা তাঁদের গোপালকে নিয়ে উপস্থিত হন বনভোজনে। সংখ্যাটা প্রায় দুই শতাধিকেরও বেশি। সঙ্গে অবশ্যই তাঁদের সেবাইত এবং পরিবারের অন্যান্য সদস্যরাও আছেন।

Chakdaha Bongaon Road : যানজট নিত্যসঙ্গী! চাকদা-বনগাঁ রাজ্য সড়ক সম্প্রসারণের সিদ্ধান্ত
ভোজনে কী আয়োজন?

সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে অন্ন অর্থাৎ সাদা ভাত, মুগের ডাল, শীতকালীন সবরকম আনাজ দিয়ে একটি তরকারি, পায়েস নতুন গুড়ের রসগোল্লা। তবে যাঁদের জন্য মূল আয়োজন অর্থাৎ আরাধ্য দেবতা গোপাল, তাঁদের জন্য থাকছে কমলালেবু সহ শীতকালীন সব রকম ফলমূল, শীতকালীন সকল রবিশস্য এবং আনাজের প্রায় ১৭ টি নানান রকম পদ,পুষ্পান্ন পরমান্ন সহ পিঠে পায়েস সহ নানা প্রকারের মিষ্টান্ন, সবমিলে ৫৬ ভোগ। ভক্তরা শীতবস্ত্র পরিয়ে গোপালকে সঙ্গে নিয়ে কাটাবেন সারাদিন। উদ্যোক্তারা অবশ্য শুধু ধর্মীয় বিষয় নয়, পরিবেশ রক্ষায় নানান রকম সামাজিক বার্তা দিয়েছেন মেলা প্রবেশের মাঠে প্রবেশের প্রধান পথে। তবে এই বিশেষ বনভোজনের আয়োজনের মধ্যে মেতে ওঠেন সকলেই। গোপালের সেবা করতে পেরে বিশেষ পুণ্য লাভ করে থাকেন সেবাইতরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *