জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের তরুণ ওপেনার শুভমন গিলের (Shubman Gill) কপালে সুখ সইল না বেশিদিন। চরম বাস্তবতার কাছেই হারলেন ভারতীয় দলের আগামীর মহীরুহ! গত নভেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বকাপ চলাকালীন শুভমন হয়েছিলেন বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটার। পাকিস্তানের নক্ষত্র ব্য়াটার বাবর আজমকে (Babar Azam) টপকে শীর্ষে এসেছিলেন শুভমন। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই শুভমন তাঁর আসন হারালেন। ফের একবার বাবর ছিনিয়ে নিলেন হারানো মসনদ। বুধবার অর্থাৎ আজ আইসিসি যে, ওডিআই ব়্য়াঙ্কিং (ICC ODI Player Rankings) প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে বাবর চলে এসেছেন একে। ৮১০ পয়েন্ট নিয়ে শুভমন দুয়ে! বিশ্বকাপের পর থেকে, শুভমন দেশের জার্সিতে আর কোনও ওয়ানডে খেলেননি। ফলে শুভমন নিজের রেটিং বজায় রাখতে পারলেন না। বাবর টেক্কা দিলেন তাঁকে।
আরও পড়ুন: ICC ODI Rankings: ভারতই ‘একমেবাদ্বিতীয়ম’! মগডালে বসলেন শুভমন …
ব্য়াটারদের তালিকায় তিনে আছেন বিরাট কোহলি (Virat Kohli), ৭৭৫ পয়েন্ট তাঁর ঝুলিতে। চারে রোহিত শর্মা (Rohit Sharma), ৭৫৪ পয়েন্ট ভারত অধিনায়কের পকেটে। পাঁচে আছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার (David Warner)। তাঁর সংগ্রহে ৭৪৫ পয়েন্ট। প্রথম দশে শুভমন-বিরাট-রোহিত। আর কোনও ভারতীয় নেই সেখানে। প্রথম কুড়ি যদি দেখা যায়, তাহলে শ্রেয়স আইয়ার নেমে এসেছেন ১২ নম্বরে। কেএল রাহুল আছেন ১৬-তে। বোলারদের তালিকায় সবার উপরে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ (৭১৫)। দুয়ে অজি পেসার জোশ হ্য়াজেলউড (৭০৩)। তিনে জাতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ (৬৮৫)। চারে অজি স্পিনার অ্য়াডাম জাম্পা (৬৭৫)। বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের আরও এক তারকা। স্পিনার কুলদীপ যাদব ক্রমতালিকায় আটে।
টি-টোয়েন্টিতে, ভারতের সূর্যকুমার যাদব ব্যাটিং চার্টের শীর্ষে। অন্য়দিকে ইংরেজ স্পিনার আদিল রশিদ আন্তর্জাতিক টি২০ ফরম্য়াটে বোলারদের মধ্যে এক নম্বরেই। গ্রেম সোয়ানের পর দ্বিতীয় ব্রিটিশ পেসার হিসেবে এমনটা করেছেন আদিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চারটি টি-টোয়েন্টিতে সাত উইকেট নেওয়ার সুবাদে আফগানিস্তানের রশিদ খানকে সরিয়েছেন আদিল। তিনে ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই। তিনি ছাড়া ভারতের আর কোনও বোলার প্রথম দশে নেই।সাকিব টি২০আই অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন। চারে আছেন হার্দিক পান্ডিয়া। তালিকায় আর কোনও ভারতীয় নেই। টেস্টে বিশ্বের এক নম্বর ব্য়াটার কেন উইলিয়ামসন। এক নম্বর বোলার রবিচন্দ্র অশ্বিন। এক নম্বর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন: IPL 2024 Kolkata Knight Riders Players List: কেমন হল শাহরুখের আর্মি? দেখে নিন চব্বিশের নাইটদের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)