জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩১ কোটি ৪০ লক্ষ টাকার থলি নিয়ে, চেন্নাই সুপার কিংস (CSK) বাজার করতে এসেছিল আইপিএলে (IPL Auction 2024) নিলামে। দুবাইয়ে এমএস ধোনির (MS Dhoni) ফ্র্যাঞ্চাইজি তিন বিদেশি-সহ ছয় ক্রিকেটারকে দলে নিয়েছে। বিদেশিদের মধ্য়ে চেন্নাইয়ে নাম লেখালেন নিউজিল্য়ান্ডের দুই ব্য়াটার-ড্য়ারেল মিচেল (১৪ কোটি) ও রাচিন রবীন্দ্র (১.৮ কোটি)। চেন্নাই দলে নিয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে (২ কোটি)। ভারতীয়দের মধ্য়ে চেন্নাই দলে নিয়েছে শার্দূল ঠাকুর (৪ কোটি), সমীর রিজভি (৮.৪০ কোটি) ও অবনিশ রাও আরাভেলিকে (২০ লক্ষ)। তবে ইয়েলো আর্মি আলাদা ভাবে চেনালে সাতক্ষীরার ‘ফিজ’ ওরফে মুস্তাফিজুরকে।
আরও পড়ুন: IPL Auction 2024: জোর চর্চায় ‘ডানহাতি রায়না’! নিলামে ব্যাঙ্ক ভাঙলেন ধোনিরা, কে এই সমীর রিজভি?
ঘটনাচক্রে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর বাইশ গজে পরিচিত নাম, তিনি মাঠে একাধিকবার প্রতিদ্বন্দিতা করেছেন ভারতের প্রাক্তন তথা সর্বকালের অন্য়তম শ্রেষ্ঠ অধিনায়ক ধোনির সঙ্গে। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ ওডিআই ম্য়াচে এক স্মরণীয় ঘটনা ঘটেছিল। ধোনি রান নেওয়ার সময়ে তাঁর পথে বাঁধা হয়ে দাড়ান মুস্তাফিজুর। ঘটনার প্রবাহে ধোনি মুস্তাফিজুরকে এক ধাক্কায় ছিটকে দিয়েছিলেন। যে ঘটনার জন্য় দুই ক্রিকেটারেরই পরে জরিমানা হয়েছিল। ওই ঘটনার ন’বছর পর, দুই প্রতিদ্বন্দ্বী এবার সতীর্থ হতে চলেছেন। ধোনির নেতৃত্বেই খেলবে মুস্তাফিজুর। ২০১৫-র ধোনি-মুস্তাফিজুরের সংঘর্ষের ভিডিয়ো শেয়ার করেছেন চেন্নাই। ক্য়াপশনে জুড়ে দিয়েছে, From Collision to Coalition! It’s all #Yellove! বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, ‘সংঘর্ষ থেকে জোট, এসবই হলুদ ভালোবাসা।’
ধোনির নেতৃত্বে চেন্নাই চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। পঞ্চমবারের জন্য এই খেতাব জিতেছে ‘ইয়েলো আর্মি’। ভারতের কিংবদন্তি অধিনায়ক দলকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েও, সেভাবে সুখের সময় কাটাতে পারেননি। মাহি গোটা আইপিএলেই খেলেছিলেন মারাত্মক হাঁটুর চোট নিয়ে। আইপিএল ফাইনাল শেষ হওয়ার পরেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁকে ছুটতে হয়েছিল। আর্থোস্কোপিক রিপেয়ারের জন্য ধোনিকে মাইক্রোসার্জারি করাতে হয়ে। যদিও ধোনি এখন পুরো ফিট। তিনিই দেবেন দলকে নেতৃত্ব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)