নজরে এবার বাইরন! সাতসকালে সাগরদিঘির বিধায়কের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তসংস্থার |Income Tax department raids number of properties of Sagardighi MLA Bayron Biswas


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। জয়ের পর খুব বেশি দিন তিনি দলে থিতু হননি। যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার সাতসকালে সাগরদিগির সেই বিধায়ক বাইরনের বাড়ি-সহ তাঁর একাধিক সম্পত্তিতে হানা দিল  আয়কর দফতর।

আরও পড়ুন-জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাড়গে, রাহুলকে উত্খাত করতেই ফাঁদ পেতেছেন কেজরি-মমতা!

বুধবার সকালে সামসেরগঞ্জে বাইরনের বাড়ি, গোডাউন ও তাঁর হাসপাতালে হানা দেয় আয়কর দফতরের কর্মীরা। ঘিরে ফেলা হয় তাঁর বাড়ি। তার পরই শুরু হয় তল্লাশি। মনে করা হচ্ছে আয়-ব্যয়ের হিসেব সংক্রান্ত কোনও গোলমালের কারণেই বাইরনের বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতর। সামসেরগঞ্জের বাড়িটি বাইরনের বাবার নামে হলেও বাইরনে ওই বাড়িতেই থাকেন। তবে বর্তমানে তিনি বাড়িতে আছেন কিনা তা জানা যায়নি।

উল্লেখ্য, সাগরদিঘির বিধায়ক ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। তাঁর মৃত্যুতে উপনির্বাচন হয় ২৭ ফেব্রুয়ারি। ভোটে তৃণমূলের বিরুদ্ধে জোট বাঁধে কংগ্রেস ও সিপিএম। সাগরদিঘিতে প্রার্থী দিয়েছিল বিজেপিও। ২ মার্চ ফল ঘোষণা হয়।

সবিস্তারে আসছে….

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *