Arijit Singh Songs,’গেস্ট অ্যাপিয়ারেন্স’ অরিজিৎ সিংয়ের, হাওড়ায় এবার ক্রিসমাস কার্নিভ্যাল – arijit singh sings the theme song of howrah christmas carnival 2023


সামনেই বড়দিন, মেরে কেটে দিন পাঁচেক বাকি। ক্রিসমাস ও নতুন বছর উদযাপন করতে তৈরি হচ্ছে বাঙালি। ২৪ ডিসেম্বর রাত থেকে পার্ক স্ট্রিটে বাড়তে শুরু করবে ভিড়। ঝাঁ চকচকে আলোয় সাজানো হচ্ছে পার্ক স্ট্রিটকে। বছর শেষে সেখানে নামবে মানুষের ঢল। বছর কয়েক ধরে পূর্ব কলকাতা শ্রীভূমিতেও শুরু হয়েছে ক্রিসমাস কার্নিভ্যাল। বড়দিনের আবহে রাজ্যবাসীর জন্য দারুণ খবর। চলতি বছর কলকাতা খুব কাছে শুরু হচ্ছে আরও একটি ক্রিসমাস কার্নিভ্যালের অনুষ্ঠান।

হাওড়ায় ক্রিসমাস কার্নিভ্যাল

হাওড়ায় অনুষ্ঠিত হচ্ছে ক্রিসমাস কার্নিভ্যাল। এই কার্নিভ্যালে মানুষের ঢল নামবে বলেই আশা উদ্যোক্তাদের। হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যালের থিম সং গেয়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এবার শীতে কলকাতার পাশাপাশি বেড়ানো ও আনন্দ উপভোগের নতুন ঠিকানা হতে চলেছে হাওড়া।

ডুমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে ২২ ডিসেম্বর ক্রিসমাস কার্নিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান। কার্নিভ্যাল চলবে ২ জানুয়ারি অবধি। উপস্থিত থাকার কথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। কার্নিভ্যালের অনুষ্ঠান পরিচালনার জন্য ইতিমধ্যেই একটি কমিটি তৈরি করা হয়েছে। কার্নিভ্যালকে সবরকমভাবে সহযোগিতা করবে হাওড়া পুরসভা।

প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি। একাধিক বিনোদনমূলক অনুষ্ঠানেওর আয়োজন করা হয়েছে সেখানে। ছোটদের আনন্দের জন্য থাকছে বিভিন্ন ব্যবস্থা। ডুমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে কার্নিভ্যাল উপলক্ষে সব মিলিয়ে মোট ৭০টি স্টল বসবে বলে জানা গিয়েছে। ইকো পার্কের সুবিশাল ঝিলকে কেন্দ্র করে মনোরম আলোয় সেজে উঠছে ডুমুরজলা ও ড্রেনেজ ক্যানেল রোড। শীতের বর্ষবরণে হাওড়া ইকো পার্ক যে এবার থেকে নতুন গন্তব্য হতে চলেছে সেকথা নিঃসন্দেহে বলা যায়।

কী বলল হাওড়া পুরসভা?

হাওড়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ‘এই প্রথম আমরা হাওড়া ক্রিসমাস কার্নিভ্যাল করছি। একটা কমিটি তৈরি করা হয়েছে। পুরসভা এই কার্নিভ্যালকে সবরকমভাবে সাহায্য করবে। আমাদের সব থেকে বড় প্রাপ্তি এই কার্নিভ্যালের থিম সং গেয়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। ২২ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান থেকে আমরা সেই থিম সং লঞ্চ করবে। শিশুদের জন্য নানা ধরনের ব্যবস্থা থাকছে। এছাড়াও থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীরা পারফর্ম করবেন। প্রচুর মানুষ এখানে আসবেন বলেই। ২২ ডিসেম্বর আমাদের এই কার্নিভ্যালের উদ্বোধন। উদ্বোধনের দিন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত থাকবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *