Bairon Biswas : ‘যা দেখতে চেয়েছে, দেখিয়েছি’, দিনের শেষে হাউ হাউ করে কাঁদলেন বাইরনের বাবা – bayron biswas father broken down in tears after income tax raid at his house


ওঁরা বলেছে ‘আপনি খুব দয়ালু লোক। আপনি অনেকের সাহায্য করেছেন…’ বলতে বলতেই হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন বাবর আলি বিশ্বাস। সদ্য তৃণমূলে যোগ দেওয়া তাঁর ছেলে বাইরনের বাড়িতে এদিন দিনভর তল্লাশি চালায় আয়কর দফতরের কর্তারা। তবে আয়কর দফতরের আধিকারিকদের তল্লাশিতে তাঁরা সবরকম সাহায্য করেছেন বলে জানালেন বাইরনের পিতা।

কী বলেছেন আয়কর দফতরের কর্তারা?

বেলাশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েন বাইরন বিশ্বাসের বাবা বাবর আলি বিশ্বাস। চোখের জল যেন বাধা মানে না। হাউ হাউ করে কেঁদে ফেললেন বিধায়কের বাবা। আয়কর দফতরের উচ্চ পদস্ত আধিকারিকদের প্রশংসা শোনা গেল বাবর আলির গলায়। আয়কর দফতরের কর্মীরা তাঁর গরীব দরদী মানসিকতার কথা বারবার বলেছেন বলেও জানান তিনি। তিনি বলেন, ‘তদন্তকারী অফিসার আমাকেও জিজ্ঞাসাবাদ করেছে। আমাকে ওঁরা যথেষ্ট সন্মান দিয়েছেন। আমার সমাসসেবামূলক কাজের প্রশংসাও করেছেন। ওরা যা যা দেখতে চেয়েছে দেখিয়েছি।’

বাইরনের বাড়িতে আয়কর

বুধবার সকাল থেকে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বিড়ি ফ্যাক্টরি, চা ফ্যাক্টরু, নির্মীয়মান ক্যামিক্যাল ফেক্টিরি, স্কুল হাসপাতাল সহ সাত জায়গায় তল্লাশি অভিযান চালায় আয়কর দফতরের আধিকারিকরা। খতিয়ে দেখা হয় সম্পত্তির হিসাব। আয়কর ফাঁকি সংক্রান্ত অভিযোগ রয়েছে বাইরন বিশ্বাসের বিরুদ্ধে। দিনভর তদন্ত চললেও পরিবারের কেউ মুখ খোলেন নি। বেলা গড়াতেই বাবর আলি সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন। রুমাল দিয়ে বারবার চোখের জল মোছেন। যদিও বাইরন বিশ্বাদ বাড়িতে নেই বলেই জানিয়েছেন বাবা বাবর আলি।

কী বলছে তৃণমূল?

কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ব্যাপারে বরাবরই প্রতিহিংসা দেখে এসেছে তৃণমূল কংগ্রেস। বেছে বেছে তাঁদের দলের নেতাদের বাড়ি, অফিসে আয়কর, ইডি বা সিবিআই হানা দেয় বলেই অভিযোগের আঙুল তুলেছে শাসক দল। এদিন বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর দফতরের হানা নিয়েও একই মত তৃণমূলের। যদিও, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনও এ ব্যাপারে কিছু জানায়নি। প্রসঙ্গত, তৃণমূলের একাধিক শীর্ষ নেতা এবং বেশিরভাগ সাংসদ আজ দিল্লিতে ছিলেন ইন্ডিয়া জোটের বৈঠক এবং সংসদ অধিবেশন চলার কারণে।

Bayron Biswas Net Worth : বছরে প্রায় ৭০ লাখ আয়, IT তল্লাশির মাঝেই রইল ‘বিড়ি ব্যারন’ বাইরনের সম্পত্তির হিসাব
গত মার্চ মাসেই সাগরদিঘি কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২ হাজার ৯৮০ ভোটে হারিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জয়ী হন। যদিও, এর কিছুদিনের মধ্যেই তিনি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করছেন। মুর্শিদাবাদ জেলা জুড়ে তাঁর একাধিক ব্যবসা এবং সম্পত্তি রয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে এদিন আয়কর দফতরের তল্লাশি চলে তাঁর বাড়ি ও কোম্পানিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *