BJP News : সভার মাঝে কোমর দোলালেন বিজেপি নেতা! ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক, খোঁচা তৃণমূলের – bjp leader dance on public meeting video goes viral at north 24 parganas


উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ব্যাঙ্গ করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি নিয়ে তৃণমূলকে আক্রমণ শুরু করেছে বিজেপি। এবার এক বিজেপি নেতার প্রকাশ্য মঞ্চে চটুল নাচ ভাইরাল পানিহাটিতে। যা নিয়ে খোঁচা দিতে শুরু করেছে তৃণমূল।

কী জানা যাচ্ছে?

পানিহাটির একটি সভায় উদ্যম নৃত্য বিজেপির যুব নেতার। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বিজেপির যুব ভাইস প্রেসিডেন্ট বিশ্বজিত হালদারের নাকাবন্দি গানের সঙ্গে উদ্দাম নাচের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে। রবিবার পানিহাটির এই মঞ্চেই এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। দলীয় কর্মসূচির মঞ্চে এই ক্যাবারে ড্যান্স নিয়ে বির্তক তৈরি হল।

কী বলছে তৃণমূল?

তৃণমূল নেতা দিব্যেন্দু চৌধুরী বলেন, ‘বিজেপির এটাই কালচার।’ তাঁর কথায়, বিজেপির বিরোধী দলনেতা থেকে শুরু করে অন্যান্য নেতারা যেরকম আচরণ করেন, সেটাই অনুসরণ করছেন যুব সম্প্রদায়ের নেতারা। এটাতে অবাক হওয়ার কিছু নেই। তাঁদের দলীয় কর্মসূচিতে এরকম ভাবে নাচছেন, সেটা মানুষের কাছে কী বার্তা যাচ্ছে তাঁরাই জানেন। দিব্যেন্দু চৌধুরী জানান, বিজেপি নেতারা কেন্দ্রের থেকে প্রচুর টাকা পান। সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটছে মঞ্চে।

বিজেপি কী বলছে?

তৃণমূলকে পালটা আক্রমণ করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কিশোর কর বলেন, লোকসভার বাইরে তৃণমূলের এক সাংসদ যখন উপরাষ্ট্রপতিকে ব্যঙ্গ করে। তখন সেগুলো তৃণমূলের চোখে পড়ে না। নিজেদের কালচার আগে দেখুন। তারপর বিজেপির কালচার নিয়ে কথা বলবেন। আগে নিজেদের ঠিক করুন, তারপর অন্য দলের ব্যাপারে মন্তব্য করতে আসবেন বলে তৃণমূলকে আক্রমণ তাঁর।

Kalyan Banerjee Video : ‘রাহুল ভিডিয়ো না করলে জানতেও পারতেন না…’, কল্যাণের ‘কীর্তি’ নিয়ে মুখ খুললেন মমতা
প্রসঙ্গত, গত সোমবার সংসদের বাইরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করেছে অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে। সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদরা সোমবার সকালে ধরনা দিচ্ছিলেন। সেই ধরনার মাঝেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অঙ্গভঙ্গি করেন। কল্যাণ একাই নন, সংসদের বাইরে শ্রীরামপুরের সাংসদের সেই অঙ্গভঙ্গীর ভিডিয়ো তুলে বিপাকে পড়েছেন কং নেতা রাহুল গান্ধী। বিজেপি আক্রমণ শানিয়েছে বিরোধী নেতাদের বিরুদ্ধে। তাঁদের কথায়, এরকম আচরণ বলে দিচ্ছে কেন রেকর্ড সংখ্যক বিরোধী সাংসদকে সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড করতে হয়েছে। বিষয়টি নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে সংসদে। ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *