Dipsita Dhar On Mamata Banerjee : ‘RSS-এর প্ল্যান’, মমতার খাড়গের নাম প্রস্তাব নিয়ে বিস্ফোরক বাম নেত্রী দীপ্সিতা – cpim leader dipsita dhar says rss connection with mamata banerjee to propose mallikarjun kharge name as prime minister candidate


বিজেপির বিরুদ্ধে মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তাব করা আসলে ‘RSS-এর প্ল্যান’। আরএসেসের পরিকল্পনা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ওই নাম প্রস্তাব করেছেন। বিস্ফোরক অভিযোগ বাম যুব নেত্রী দীপ্সিতা ধরের। বুধবার ইনসাফ যাত্রা থেকে অভিযোগ তাঁর।
প্রায় ৪৭ দিন ধরে রাজ্যে ইনসাফ যাত্রা চালিয়ে আসছে DYFI। আজ ইনসাফ যাত্রা বারাসত থেকে কলকাতার দিকে রওনা দেয়। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে দীপ্সিতা ধর সহ অন্যান্যরা এদিনের মিছিলে ছিলেন। বারাসত শতদল মাঠ থেকে ইনসাফ যাত্রার পদযাত্রা শুরু হয়।

বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা

বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা সম্পর্কে মীনাক্ষী বলেন, ‘বাইরন যখন তৃণমূলে আছে, তখন ইডি হানা হবেই। যদিও তাঁর বাড়িতে আয়কর দফতর হানা দিয়েছে। ইডি আর সিবিআই যদি কোনও দলের হয়ে কাজ করে তাহলে মুশকিল। কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত তাঁদের বাড়িতে তদন্তকারী সংস্থা হানা দেবেই। আসলে তৃণমূলে যারা যায় তারাই চোর হয়ে যায় বলে দাবি করেন মীনাক্ষী।

কী বললেন মীনাক্ষী?

মীনাক্ষী বলেন, ‘তৃণমূল চোর অযোগ্য দল, চাকরি দেওয়ার মানসিকতা নেই। রাজ্যে কোনও কাজও নেই,ওরা জানেই না। ধ্বংসের মাধ্যমে একটা দল সরকারে এসেছিল। ওদের থেকে সৃষ্টির কোন আশা করা যায় না।’ তৃণমূল সরকার ‘অপদার্থ’ বলে কটাক্ষ মীনাক্ষীর। দিল্লিতে যখন সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব ইন্ডিয়া জোটের বৈঠকে তখন মীনাক্ষী সাফ জানিয়ে দেন, ‘DYFI কোন জোটে নেই যারা জোটে আছে তারাই জোট সম্পর্কিত বার আগামী লোকসভা নির্বাচন নিয়ে কিছু বলতে পারবে।’

Mamata Banerjee Meets Narendra Modi : ২০ মিনিটের বৈঠকে রাজ্যের বকেয়া নিয়ে কী সুরাহা প্রধানমন্ত্রীর? বেরিয়ে জানালেন মমতা
কী বললেন দীপ্সিতা

অন্যদিকে, দীপ্ষিতা জানান হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়গের নাম বলার পিছনে আরএসএস-এর হাত রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএস এই দায়িত্বটাই দিয়েছেন। ইন্ডিয়া জোটে তিনি থাকবেন এবং যত ধরনের গোলমাল করা যায় তার দায়িত্ব আর এস এস মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। তিনি সেই কাজটা দায়িত্ব নিয়েই করছেন। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আরএসএসএর সঙ্গে তার কোন অসুবিধা নেই। আরও একবার তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়লেন না বাম নেত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *