কী জানা যাচ্ছে?
বুধবার আহিরন ব্রিজে রেল লাইনের উপর রিলস ভিডিয়ো বানাচ্ছিল ওই তিন ছাত্র। বেখেয়ালে মালিগাড়ির ধাক্কায় মৃত্যু হল তিন স্কুল ছাত্রের। জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও দুই ছাত্র। বুধবার দুপুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার আহিরণ ব্রিজ এলাকায়। মৃত ছাত্রদের সকলেই সুতি থানার অন্তর্গত ইংলিশ সাহাপাড়া গ্রামের বাসিন্দা। তিন ছাত্রই ঔরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করতো বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রেল পুলিশ। মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নামে এসেছে এলাকা জুড়ে। জখমদের নাম রোহিত শেখ ও আকাশ শেখ। দু’জনেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় সূত্রে কী খবর?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেল কর্তৃপক্ষ সম্প্রতি আহিরন ব্রিজেটি সম্প্রতি সংস্কার করেছে। এই এলাকায় নিয়মিত কিছু স্কুল পড়ুয়া আসে। অনেকেই এই রেল ব্রিজের কাছে দাঁড়িয়ে মোবাইলে ছবি তোলে, ভিডিয়ো বানায়। এদিনও বিকেলের দিকে বেশ কিছু স্কুল পড়ুয়া এসেছিল ওই ব্রিজের কাছে। এর মাঝেই পাঁচ পড়ুয়া রেল লাইনের উপরে উঠে রিল বানাচ্ছিল। মাল গাড়িটি দ্রুত গতিতে আসায় তাঁরা সরে যাওয়ার সময় পায়নি। রেলের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। গোটা ঘটনায় হইচই পড়ে যায় গোটা এলাকা জুড়ে।
জানা গিয়েছে, রিলস ভিডিয়ো বানানোর সময় আরও কয়েকজন পড়ুয়া আশেপাশে ছিল। তাঁদের মধ্যেই দুইজন পড়ুয়া আহত হয়েছে বলে জানা গিয়েছে। দুজনকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে রেল লাইনের উপরে দাঁড়িয়ে এভাবে মোবাইলে ছবি তোলা, রিল ভিডিয়ো বানানোর ব্যাপার প্রশ্ন তুলেছেন অনেকে। সচেতনতা, সতর্কতার অভাবে পড়ুয়ারা এরকম কাণ্ড ঘটিয়ে ফেলেছে বলে জানিয়েছেন অনেকেই।