Narendrapur Police Station : লিভ-ইন পার্টনারকে খুনের চেষ্টা! স্ত্রীয়ের সঙ্গে ‘প্যাচ আপ’ করেও হল না শেষ রক্ষা – west bengal police narendrapur ps arrests a man accused in murder case


স্ত্রীয়ের সঙ্গে নতুন করে তৈরি হয়েছিল সুসম্পর্ক। আর সম্পর্কের এই টানাপোড়েনই কাল হল। গড়িয়ায় লিভ-ইন পার্টনারকে খুনের চেষ্টার ঘটনায় ধৃত অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বাবু হালদার। বুধবার ভোররাতে গড়িয়া এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশি তদন্তে।

কী ঘটনা?

গড়িয়ায় বাসিন্দা মিতা গায়েনের সঙ্গে আলাপ হয় বাবুর। সে রাজপুর সোনারপুর পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে গড়িয়া স্টেশন বাসস্ট্যান্ডে কাজ করত। মিতার সঙ্গে আলাপের পর তাদের মধ্যে ফোন নম্বর আদান-প্রদান হয়। কথা বলতে বলতেই গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক।

প্রেম গভীর হলে স্বামীকে ছেড়ে বাবুর সঙ্গে লিভ-ইন করতে শুরু করেন মিতা। বেশ কিছুদিন রাজপুর সোনারপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে তাঁরা। কিন্তু কয়েকদিন বাবুর সঙ্গে সম্পর্ক ছেড়ে তিনি বেরিয়ে আসতে চান মিতা। সেই নিয়ে শুরু হয় তুমুল ঝামেলা।

২৪ শে নভেম্বর সন্ধেবেলা ধারালো অস্ত্র দিয়ে মিতাকে একাধিকবার আঘাত করে বাবু। প্রাণে বাঁচতে দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন মিতা। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় বাবু। ফোন বন্ধ করে সোনারপুর, বারুইপুররের বিভিন্ন এলাকায় থাকতে শুরু করে।

এই ঘটনার পর স্ত্রীর সঙ্গে ফের যোগাযোগ শুরু হয় বাবুর। দাসপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতে শুরু করে সে। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে দাসপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বেশ কয়েকদিন ধরে আমাদের এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল ওই যুবক। তার সঙ্গে একটি মেয়েকেও আমরা থাকতে দেখেছি। একদিন হঠাৎ করে ধুন্ধুমার কাণ্ড ঘটে। রক্তাক্ত অবস্থায় ওই তরুণীর পাড়ার মধ্যে ছোটাছুটি করতে শুরু করেন। এলাকাবাসী এই ঘটনা আতঙ্কিত হয়ে গিয়েছিল। পরে জানা যায়, বাবুই এই ঘটনার জন্য দায়ী। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে শুনলাম।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *