SSKM Hospital News : ‘দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের আশ্রয়স্থল SSKM হাসপাতাল’, কলকাতা হাইকোর্টে জোড়া মামলা – two cases filed against sskm hospital in calcutta high court


এবার রাজ্যের অন্যতম সুপারস্পেশালিটি হাসপাতাল SSKM নিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। মামলায় অভিযোগ, বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা ব্যক্তিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে SSKM। মামলায় আরও সংযোজন, ‘এই সমস্ত ব্যক্তিদের জন্য হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে।’

পাশাপাশি ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা কেন SSKM হাসপাতালে হবে? কেন ESI জোকাতে হবে না? তা নিয়েও প্রশ্ন উঠেছে। মামলায় আরও দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সংস্থার হাতে ধৃত ব্যক্তিদের চিকিৎসা কেন্দ্রীয় হাসপাতালেই হোক। সম্প্রতি সময়ে বিভিন্ন কারণে শিরোনামে থেকেছে SSKM হাসপাতাল। এর মধ্যে অন্যতম, বিভিন্ন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার ব্যক্তিদের এই হাসপাতালে ভর্তি করা।

সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্য়ের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁর কেবিন থেকে সরেছে CCTV। তবে কেবিনের বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান।

এছাড়াও SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। সুজয়কৃষ্ণের কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য উদ্যোগী হয় ED এবং তাঁকে জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড়ও শুরু হয়েছিল।

কিন্তু, সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। শুধু তাই নয়, সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর সংক্রান্ত বিষয়ে SSKM হাসপাতালের সুপারকে তলব করেছিল ED। কেমন আছেন কালীঘাটের কাকু? তাও জানতে চাওয়া হয়। তবে নিজে হাজিরা দেননি হাসপাতালের সুপার। ইমেল মারফত যাবতীয় নথি তিনি পাঠিয়ে দিয়েছিলেন। এর আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কেও নিয়ে যাওয়া হয়েছিল SSKM হাসপাতালে।

Scam Cases : নিয়োগ থেকে রেশন বণ্টন দুর্নীতি-এজেন্সির হাতে ২০২৩-এ গ্রেফতার একাধিক হেভিওয়েট
এর আগে একাধিকবার এই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধীরা। তাঁদের দাবি ছিল, কেন বারবার SSKM হাসপাতালেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তিরা ভর্তি করা হচ্ছে। এবার এই ঘটনার জল গড়াল আদালতেও। হাইকোর্ট বিষয়টিতে কী নির্দেশ দেয়? এখন সময় নজর সেই দিকেই।

মামলাকারী আইনজীবী হলফ নামাতে দাবি করেছেন, ‘হাসপাতালে প্রভাবশালীরা বেড দখল করে রেখছে। এদিকে অসুস্থরা বেড পাচ্ছেন না। রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না।’ প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই মামলাটির শুনানি হতে পারে আগামী সপ্তাহে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *