Bayron Biswas News : বাইরনের বাড়িতে আয়কর হানায় মিলল তোড়া তোড়া টাকা-সোনা, কত অর্থ উদ্ধার? – huge cash recovered from sagardighi trinamool congress mla bayron biswas home in it raid


রাজ্যে ফের টাকা উদ্ধারের ঘটনা! এবার সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হল তোড়া তোড়া টাকা। বুধবারেই তাঁর বাড়িতে হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। ১৯ ঘণ্টা তল্লাশির পর তাঁর বাড়ি থেকে প্রায় ৭০ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর, সূত্রের খবর এমনটাই। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর সোনাও। ওই টাকা ও সোনা হিসাব বর্হিভূত বলেই আয়কর দফতর সূত্রে খবর। এছাড়াও প্রচুর নথিও বাজেয়াপ্ত করা হয়েছে।

বুধবার সকাল সাতটা নাগাদ বিধায়কের সামশেরগঞ্জের বাড়িতে হানা দেন আয়কর দফতরের ২৮ জন আধিকারিক। বিধায়কের বাড়ি, বাড়ির সামনে বিড়ি ফ্যাক্টরি, চা ফ্যাক্টরি, স্কুল, হাসপাতাল সহ মোট আট জায়গায় একসঙ্গে হানা দেয় আয়কর দফতর। তদন্ত চলাকালীন কর্মীদের ভিতরে ঢুকতে বা বাইরে বার হতে দেওয়া হয়নি।

দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় বাইরনের বাবা বাবর আলি বিশ্বাসকে। সংবাদ মাধ্যমের সামনে এসে বাবার আলি বিশ্বাস চোখের জল ফেলেন। তিনি বলেন, ‘আয়কর দফতরের কর্মীরা যা জিজ্ঞাসা করেছে সব বলেছি। ওঁরাও আমাকে অত্যন্ত সম্মান করেছে।’

১৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। বাড়ি ও বিড়ি ফ্যাক্টরির অফিস থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৭০ লাখ টাকা সূত্রের খবর এটাই। প্রচুর সোনাও বাজেয়াপ্ত করা হয়েছে। আয়কর দপ্তর সূত্রে খবর, নগদ টাকা ও সোনা হিসাব বর্হিভূত। যমনজিও বাইরনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নগদ টাকা কর্মচারীদের বেতনের জন্য রাখা হয়েছিল। পরিবারের আরও দাবি, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণেই প্রতিহিংসার রাজনীতির শিকার এই রাজনীতিবিদ।

Bairon Biswas : ‘যা দেখতে চেয়েছে, দেখিয়েছি’, দিনের শেষে হাউ হাউ করে কাঁদলেন বাইরনের বাবা
উল্লেখ্য, সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন বাইরন বিশ্বাস। কিন্তু, নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। এই ঘটনা কংগ্রেসের কাছে বড় ধাক্কা ছিল। বুধবার সাতসকালে বিধায়কের বাড়িতে আয়কর তল্লাশি চালানো হয়।

যদিও এই নিয়ে সরব হয়েছে রাজ্য শাসক দল। বাইরন বিশ্বাস তৃণমূল যোগ দিয়েছেন এবং সেই কারণেই তাঁকে হেনস্থা করা হচ্ছে, এমনটাই দাবি ওঠে। যাবতীয় দাবি খারিজ করে দিয়েছেন বিজেপি নেতা। উল্লেখ্য, এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়।

(বাইরন বিশ্বাস বাম দিকে, টাকার প্রতীকী ছবি ডান দিকে)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *